বিসিএস ৪৬তম প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান সেট ২

বিসিএস ৪৬তম প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান

নিচে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের (২নং সেট) বাংলা অংশের সমাধান দেওয়া হলো। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ২৬শে এপ্রিল, ২০২৪। একই সঙ্গে প্রশ্নপত্রের ভুলও চিহ্নিত করা হয়েছে।

১০৬. প্রশ্নবাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?
(ক) আ
(খ) এ
()
(ঘ) ও

১০৭. প্রশ্ন: বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ—
(ক) তৎসম
(খ) তদ্ভব
(গ) দেশি
(ঘ) বিদেশি

শুদ্ধীকরণ:
> ভান্ডারে [শব্দটির বানানে ‘ণ’ হবে না। ‘ন’ হবে।]

১০৮. প্রশ্ন: ‘ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থের রচয়িতা—
(ক) মুহম্মদ আবদুল হাই
(খ) মুহম্মদ শহীদুল্লাহ
(গ) মুনীর চৌধুরী
(৩) মুহম্মদ এনামুল হক

১০৯. প্রশ্ন: বাংলা বর্ণমালার যৌগিক স্বর কয়টি?
(১) ১টি।
(২) ২টি।
(৩) ৩টি
(৪) ৪টি

১১০. প্রশ্ন: যোগরূঢ় শব্দ কোনটি?
(ক) কলম
(খ) মলম
(গ) বাঁশি
() শাখামৃগ

১১১. প্রশ্ন: উপসর্গযুক্ত শব্দ—
(ক) বিদ্যা
() বিদ্রোহী [(বিদ্রোহী= বি+দ্রোহ+ইন্=বি+দ্রোহী); ‘বি’ একটি উপসর্গ। বিদ্রোহী’ উপসর্গযুক্ত শব্দ।]
() বিষয় [(বিষয়= বি+√সি+অ= বি+ষয়); ‘বি’ একটি উপসর্গ। বিষয়’ উপসর্গযুক্ত শব্দ।]
() বিপুল [বিপুল= বি+√পুল্‌+অ= বি+পুল;‘বি’ উপসর্গ। ‘বিপুল’ উপসর্গযুক্ত শব্দ।]

বিকল্প উত্তরের মধ্যে তিনটি, যথাক্রমে বিদ্রোহী, বিষয় ও বিপুল উপসর্গযুক্ত শব্দ।

১১২. প্রশ্ন: বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
() সরোবরে (সরোবর+এ; এ-বিভক্তি যুক্ত হয়েছে)
(খ) চশমা
(গ) সরোজ
(ঘ) চম্পক

১১৩. প্রশ্ন: কোনটি প্রত্যয়সাধিত শব্দ?
(ক) ভাইবোন
(খ) রাজপথ
(গ) বকলম
() ঐকিক (এক+ইক; ইক-প্রত্যয় যুক্ত হয়েছে)।

১১৪. প্রশ্ন: শিরশ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ—
(ক) শির+ছেদ
(খ) শিরঃ+ছেদ
(গ) শিরশ্+ছেদ
(ঘ) শির+উচ্ছেদ

১১৫. প্রশ্ন: ‘নীলকমল’ কোন সমাসের দৃষ্টান্ত?
(ক) দ্বন্ধ
(খ) বহুব্রীহি
(গ) নিত্য
(ঘ) উপপদ তৎপুরুষ

১১৬. প্রশ্ন: Pedagogy শব্দের পরিভাষা—
(ক) সহশিক্ষা
(খ) নারীশিক্ষা
(গ) শিক্ষাতত্ত্ব
(ঘ) শিক্ষানীতি

১১৭. প্রশ্ন: ‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি?
(ক) বন্ধুর
(খ) অসম
(গ) সুষম
(ঘ) ঋজু

শুদ্ধীকরণ:
‘বঙ্কিম’ এর> ‘বঙ্কিম’-এর

১১৮. প্রশ্ন: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়?
(ক) ১৯৯০
) ১৯৯২ (সূত্র: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম’ পুস্তিকা)
(গ) ১৯৯৪
(ঘ) ১৯৯৬

১১৯. প্রশ্ন: কোন বানানটি শদ্ধ?
(ক) মুলো
(খ) মুলা
(গ) ধুলি
(ঘ) ধূলো

শুদ্ধীকরণ:শদ্ধ> শুদ্ধ/অশুদ্ধপ্রশ্নের চারটি বিকল্প উত্তরের মধ্যে মুলো’ ও মুলা’ উভয় বানান শুদ্ধ। 
অন্যদিকে, ধুলি’ ও ধূলো’ উভয় বানান অশুদ্ধ।

১২০. প্রশ্ন: ‘নদী’-র সমার্থ শব্দ কোনটি?
(ক) সিন্ধু
(খ) হিল্লোল
() তটিনী
(ঙ) নির্ঝর

১২১. প্রশ্ন: চর্যাপদের কবিরা ছিলেন—
(ক) মহাঘানী বৌদ্ধ
(খ) বজ্রঘানী বৌদ্ধ
(গ) বাউল
(ঘ) সহজঘানী বৌদ্ধ

শুদ্ধীকরণ: মহাঘানী> মহাযানীজ্রঘানী> বজ্রযানীসহজঘানী> সহজযানীদুটি বিকল্প সঠিক। 
মহাযানী ও সহজযানী। তবে সর্বাধিক সঠিক সহজযানী।.

১২২.প্রশ্ন: শূন্যপূরাণের রচয়িতা—
() রামাই পণ্ডিত
(খ) হলায়ূধ মিশ্র
(গ) কাহ্ন
(ঘ) কুক্কুরীপা .

১২৩. প্রশ্ন: বাংলাসাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
(ক) শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
(খ) বড়ুচণ্ডীদাসের জন্মস্থান
(গ) চর্যাপদের প্রাপ্তিস্থান
() শ্রীকৃষ্ণকীর্ত্তন কাব্যের প্রাপ্তিস্থান

১৯০৯ খ্রিষ্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের 
দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই কাব্য আবিষ্কার করেন।
.
১২৪. প্রশ্ন: যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি— কবিতাটি কোন কাব্যের অন্তর্গত—
() নূরনামা
(খ) নসিহতনামা
(গ) মধুমালতী
(ঙ) ইউসুফ-জুলেখা

১২৫. প্রশ্ন: আলাওল কোন শতাব্দীর কবি?
(ক) পঞ্চদশ
(খ) ষোড়শ
() সপ্তদশ
ঘ) অষ্টাদশ

১২৬. প্রশ্ন: কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
(ক) রবীন্দ্র সংগীত
(খ) নজরুল সংগীত
(গ) ভাটিয়ালি গান
() বাউল গান

শুদ্ধীকরণ:  Heritage of Humanity> ‘Heritage of Humanity’। 
রবীন্দ্র সংগীত> রবীন্দ্রসংগীত [বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ১১৬৬] 
নজরুল সংগীত>নজরুলসংগীত [বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৭১০] 
ভাটিয়ালি গান> ভাটিয়ালি [ভাটার টানে নৌকা চালানোর সময় বাংলাদেশের মাঝিরা যে সুরে গান গায়, 
নদীবহুল অঞ্চলের লোকগীতি। বাএআবাঅ, পৃষ্ঠা: ১০৪১] 
বাউল গান> বাউলগান [বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৯৩৫ পৃষ্ঠা]

১২৭. প্রশ্ন: চণ্ডীচরণ মুন্সী কে?
(ক) শ্রীরামপুর মিশনের লিপিকর
() ফোর্ড উইলিয়াম কলেজের পণ্ডিত
(গ) কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
(ঘ) সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক

শুদ্ধীকরণ:
কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা> ‘কেরী সাহেবের মুন্সী’ গ্রন্থের রচয়িতা 
সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক> ‘সমাচার চন্দ্রিকা’ পত্রিকার সম্পাদক 
একই প্রকৃতির অনেক নামে একক-উদ্ধৃতিচিহ্ন দেওয়া হয়েছে। 

 ১২৮. প্রশ্ন: ‘রত্নপরীক্ষা’ গ্রন্থের রচয়িতা—
(ক) রামমোহন রায়
(খ) অক্ষয় কুমার দত্ত
() ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) রাধানাথ শিকদার

১২৯. প্রশ্ন: স্বর্ণকুমারী দেবীর পিতার নাম—
(ক) দ্বারকানাথ ঠাকুর
() দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রথীন্দ্রনাথ ঠাকুর
(ঙ) প্রমথ চৌধুরী

১৩০. প্রশ্ন: ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
() কমলাকান্ত
(খ) লোকরহস্য
(গ) মুচিরামগুড়ের জীবনচরিত
(ঘ) যুগলাঙ্গুরীয়

১৩১. প্রশ্ন: দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক—
(ক) জশুয়া মার্শম্যান
(খ) ডেভিড হেয়ার
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
() মাইকেল মধুসূদন দত্ত

অনেকের ধারণা, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
 তা আদৌ সঠিক নয়।  আধুনিক গবেষণায় প্রতীয়মান হয়েছে যে, 
Nil Durpan, or The Indigo Planting Mirror’ নামে এর অনুবাদ প্রকাশ করেছিলেন 
রেভারেন্ড জেমস লঙ। এই অনুবাদ প্রকাশিত হবার পর জেমস লঙের জরিমানা ও কারাদণ্ড হয়।
কালীপ্রসন্ন সিংহ জরিমানার টাকা আদালতেই পরিশোধ করে দেন। 
 প্রসঙ্গত, এটিই প্রথম বাংলা নাটক যা ইংরেজিতে অনূদিত হয়।

১৩২. প্রশ্ন: রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথের কোন নাটকের রচনা?
(ক) বিসর্জন
() রক্তকরবী
(গ) মুক্তধারা
(ঘ) ডাকঘর

১৩৩. প্রশ্ন: তৈল প্রবন্ধটি লিখেছেন—
(ক) সুকুমার রায়
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) শিবনারায়ণ রায়
() হরপ্রসাদ শাস্ত্রী

১৩৪. প্রশ্ন: “নাম রেখেছি কোমল গান্ধার” কাব্যের রচয়িতা—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
() বিষ্ণু দে
(গ) অমিয় চক্রবর্তী
(ঘ) প্রেমেন্দ্র মিত্র

১৩৫. প্রশ্ন: ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’’ গানটি রচয়িতা—
() কাজী নজরুল ইসলাম
(খ) গোলাম মোস্তফা
(গ) জসীমউদ্‌দীন
(ঘ) আব্বাস উদ্দীন আহমেদ

১৩৬. প্রশ্ন: শামসুর রাহমানের রচিত উপন্যাস—
(ক) পতঙ্গ পিঞ্জর
(খ) প্রেম একটি লাল গোলাপ
(গ) রোদ্র করোটিতে
() অদ্ভুত আঁধার এক

(অদ্ভুত আঁধার এক’ প্রথম প্রকাশ ১৯৮৫)

১৩৭. প্রশ্ন: সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব—
(ক) অস্তিত্ববান
(খ) অতিব্যক্তিবান
(গ) পরাবস্তববান
() দ্বৈতাদ্বৈতবাদ

১৩৮. প্রশ্ন: ‘পৃথক পালঙ্ক’ কাব্যগ্রন্থের কবি —
(ক) আল মাহমুদ
(খ) রফিক আজাদ
() আবুল হাসান
(ঘ) আবুল হোসেন

১৩৯. প্রশ্ন: কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে —
(ক)  জ্যোতিপ্রকাশ দত্ত
(খ) রিজিয়া রহমান
() শহীদুল জহির
(ঘ) দিলারা হাশেম

১৪০. প্রশ্ন: ‘‘একুশ মানে মাথানত না করা’’ — এই অমর পঙ্‌ক্তির রচয়িতা—
(ক)  আবদুল গাফফার চৌধুরী
() আবুল ফজল
(গ) মুনীর চৌধুরী
(ঘ) সিরাজুল ইসলাম চৌধুরী

 

বিসিএস প্রিলি পরীক্ষা ২০২৪: বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্নের উত্তর (সেট ৩)

বিসিএস-বিষয়ক অন্যান্য পোস্ট

Leave a Comment

You cannot copy content of this page

poodleköpek ilanlarıpoodleköpek ilanları
CasibomCasibom