বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর; ভুল ও সংশোধন

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর; ভুল ও সংশোধন

২০২৪ খ্রিষ্টাব্দের ২৬শে এপ্রিল অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র থেকে।

৭৬. প্রশ্ন: বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?
(ক) আ
(খ) এ
(গ) উ
(ঘ) ও
.
৭৭. প্রশ্ন: বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ—
(ক) তৎসম
(খ) তদ্ভব
(গ) দেশি
(ঘ) বিদেশি
শুদ্ধীকরণ:
ভাণ্ডারে> ভান্ডারে [শব্দটির বানানে ‘ণ’ হবে না। ‘ন’ হবে।] 
৭৮. প্রশ্ন: ‘ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থের রচয়িতা—
(ক) মুহম্মদ আবদুল হাই
(খ) মুহম্মদ শহীদুল্লাহ
(গ) মুনীর চৌধুরী
(৩) মুহম্মদ এনামুল হক
.
৭৯. প্রশ্ন: বাংলা বর্ণমালার যৌগিক স্বর কয়টি?
(১) ১টি।
(২) ২টি।
(৩) ৩টি
(৪) ৪টি
.
৮০. প্রশ্ন: যোগরূঢ় শব্দ কোনটি?
(ক) কলম
(খ) মলম
(গ) বাঁশি
(ঘ) শাখামৃগ
.
৮১. প্রশ্ন: উপসর্গযুক্ত শব্দ—
(ক) বিদ্যা
(খ) বিদ্রোহী [(বিদ্রোহী= বি+দ্রোহ+ইন্=বি+দ্রোহী); ‘বি’ একটি উপসর্গ। বিদ্রোহী’ উপসর্গযুক্ত শব্দ।]
(গ) বিষয় [(বিষয়= বি+√সি+অ= বি+ষয়); ‘বি’ একটি উপসর্গ। বিষয়’ উপসর্গযুক্ত শব্দ।]
(ঘ) বিপুল [বিপুল= বি+√পুল্‌+অ= বি+পুল;‘বি’ উপসর্গ। ‘বিপুল’ উপসর্গযুক্ত শব্দ।]
বিকল্প উত্তরের মধ্যে তিনটি, যথাক্রমে বিদ্রোহী, বিষয় ও বিপুল উপসর্গযুক্ত শব্দ।
তবে একটি উত্তর দিতে হলে ‘বিদ্রোহী’ দেওয়া সর্বোত্তম।
৮২. প্রশ্ন: বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
(ক) সরোবরে (সরোবর+এ; এ-বিভক্তি যুক্ত হয়েছে)
(খ) চশমা
(গ) সরোজ
(ঘ) চম্পক
.
৮৩. প্রশ্ন: কোনটি প্রত্যয়সাধিত শব্দ?
(ক) ভাইবোন
(খ) রাজপথ
(গ) বকলম
(ঘ) ঐকিক (এক+ইক; ইক-প্রত্যয় যুক্ত হয়েছে)।
.
৮৪. প্রশ্ন: শিরশ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ—
(ক) শির+ছেদ
(খ) শিরঃ+ছেদ
(গ) শিরশ্+ছেদ
(ঘ) শির+উচ্ছেদ
.
৮৫. প্রশ্ন: ‘নীলকমল’ কোন সমাসের দৃষ্টান্ত?
(ক) দ্বন্ধ
(খ) বহুব্রীহি
(গ) নিত্য
(ঘ) উপপদ তৎপুরুষ
.
৮৬. প্রশ্ন: Pedagogy শব্দের পরিভাষা—
(ক) সহশিক্ষা
(খ) নারীশিক্ষা
(গ) শিক্ষাতত্ত্ব
(ঘ) শিক্ষানীতি
.
৮৭. প্রশ্ন: ‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি?
(ক) বন্ধুর
(খ) অসম
(গ) সুষম
(ঘ) ঋজু
শুদ্ধীকরণ: 
‘বঙ্কিম’ এর> ‘বঙ্কিম’-এর
.

৮৮. প্রশ্ন: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়?
(ক) ১৯৯০
খ) ১৯৯২ (সূত্র: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম’ পুস্তিকা)
(গ) ১৯৯৪
(ঘ) ১৯৯৬

বাকি অংশ দেখুন নিচের সংযোগে:

বিসিএস-বিষয়ক অন্যান্য পোস্ট

Leave a Comment

You cannot copy content of this page