বেশি ও বেশী: কখন কোনটি

ড. মোহাম্মদ আমীন

বেশি ও বেশী: কখন কোনটি

 ‘বেশি’ ও ‘বেশী’ ভিন্নার্থক শব্দ। বাংলায় উচ্চারণগত দীর্ঘস্বর নেই। তাই দীর্ঘস্বরের জন্য উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। এজন্য বানান ভিন্ন হলেও ‘বেশি’ ও

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

‘বেশী’ উভয় শব্দের  উচ্চারণ অভিন্ন। তবে উচ্চারণ অভিন্ন হলেও উভয় শব্দের অর্থ ভিন্ন। অনেকে শব্দদুটোর বানান গুলিয়ে ফেলেন।

বেশি ফারসি শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত ফারসি বেশি শব্দের অর্থ অধিক এবং বিশেষ্য হিসেবে ব্যবহৃত বেশিশব্দের অর্থ প্রাচুর্য। জগজিৎ সিং গেয়েছেন :  বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে—।  আরো কয়েকটি প্রয়োগ দেখুন : 

তরকারিতে লবণ বেশি হলে কী করবেন? 
বেশি দিন আগের কথা নয়।
বেশি কথা বলা ভালো নয়। 

অন্যদিকে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত “ – বেশী” শব্দের অর্থ বেশধারী। তবে বাংলায় ‘‘-বেশী’’ শব্দটি স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। যেমন:

ভদ্রবেশী লোকটাকে চিনতে পারলে এমন ক্ষতি হতো না।
বেশি লোকই ছদ্মবেশী।

উৎস: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।

বিদ্যুদায়ন বিদ্যুতায়ন; বৈদ্যুতিক; বিদ্যুদায়িত বিদ্যুতায়িত

স্ত্রীবাচক শব্দে পুরুষাধিপত্য

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল

প্রেসক্রিপশনে RX কেন লেখা হয়

#subach

Leave a Comment

You cannot copy content of this page