জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা বানান: অতিরিক্ত সচিব-এর বাংলা বানান: ভুল কেবল ভুল: বাংলা আমার ভালো নেই

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা বানান: অতিরিক্ত সচিব-এর বাংলা বানান: ভুল কেবল ভুল: বাংলা আমার ভালো নেই

ড. মোহাম্মদ আমীন

জনপ্রশাসন মন্ত্রণালয় (বিধি-৪) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটির কিছু ভুল বানান ও অসংগতি ‘বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম’, ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’ ও প্রযোজ্য অন্যান্য অভিধান/ ব্যাকরণবিধি অনুযায়ী চিহ্নিত করা হলো ( নিচে দেখুন)।
আমার লেখায় কোনো ভুল বা অসংগতি পরিলক্ষিত হলে কিংবা কোনো বিষয় বাদ পড়লে অনুগ্রহপূর্বক মন্তব্যজানালায় উল্লেখ করুন।
  • ১৯ পৌষ> ১৯শে পৌষ [বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের পরিশিষ্ট ‘গ’-এ বাংলা তারিখ ও সময় লেখার নিয়ম বিধৃত। বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে: “অ্যাক বৈশাখ, অ্যাগারো জ্যৈষ্ঠ, শোলো ডিসেম্বর, পোঁচিশ বৈশাখ প্রভৃতি উচ্চারণ অশুদ্ধ। শুদ্ধ ও মান্য রীতি: পয়লা বৈশাখ, অ্যাগারোই জ্যৈষ্ঠ, শোলোই ডিসেম্বর, পোঁচিশে বৈশাখ প্রভৃতি।]
  • ০৩ জানুয়ারি> ৩রা জানুয়ারি [প্রাগুক্ত]
  • এতদ্বারা> এতদ্দ্বারা [এতদ্বারা= এত+দ্বারা। ‘এত’ অর্থ অতিরিক্ত, বিশাল বা বেশি পরিমাণ। সুতরাং ‘এতদ্বারা’ কথার অর্থ হয়: অতিরিক্ত দ্বারা, বিশাল দ্বারা বা বেশি পরিমাণ দ্বারা। এমন অর্থ হাস্যকর। এতদ্দ্বারা= এতদ্‌+দ্বারা। ‘এতদ্’ অর্থ এটা, ইহা বা এর সুতরাং ‘এতদ্দ্বারা‘ অর্থ: এর দ্বারা, এটার দ্বারা, ইহার দ্বারা বা এর দ্বারা। বাএআবাঅ, পৃষ্ঠা: ২৩৮]]
  • ২৮ ডিসেম্বর> ২৮শে ডিসেম্বর [প্রাগুক্ত]
  • ০৭ জানুয়ারি> ৭ই জানুয়ারি [প্রাগুক্ত]
  • সরকারি, বেসরকারি> সরকারি ও বেসরকারি [বাক্য বিবেচনায়]
  • শিক্ষা প্রতিষ্ঠানের> শিক্ষাপ্রতিষ্ঠানের [আধুনিক বাংলা অভিধান, পৃ. ১২৩৪]
  • লক্ষ্য করা যাচ্ছে> লক্ষ করা যাচ্ছে [‘লক্ষ’ ও ‘লক্ষ্য’ দুটি ভিন্ন শব্দ। সংখ্যাবাচক পদ হিসাবে ‘লক্ষ’ শব্দের বহুল ব্যবহার লক্ষণীয়। যেমন: দশ লক্ষ টাকা। আবার ‘খেয়াল রাখা’ অর্থ প্রকাশেও ‘লক্ষ’ ব্যবহার করা হয়। যেমন : শিশুটির প্রতি ‘লক্ষ’ রেখ। বিশেষ্য হিসাবে ব্যবহার করা হলে ‘লক্ষ’ বানানে ‘য-ফলা’ (লক্ষ্য) ব্যবহার করতে হয়। কিন্তু ক্রিয়াপদ ও সংখ্যাবাচক পদ হিসাবে ব্যবহারের ক্ষেত্রে ‘য-ফলা’ ব্যবহার বিধেয় নয়। সাধারণত উদ্দেশ্য প্রকাশের জন্য ‘লক্ষ্য’ ব্যবহার করা হয়। যেমন : নেতার লক্ষ্য জাতির উন্নয়ন। ‘লক্ষ’ করার যোগ্য বা ‘লক্ষ’ করার বস্তু অর্থে, ‘লক্ষ’ই একমাত্র বানান।
  • ০৫-০৮ জানুয়ারি> ৫-৮ই জানুয়ারি [প্রাগুক্ত]
  • ঘোষণা সংক্রান্ত> ঘোষণাসংক্রান্ত [‘-সংক্রান্ত’ শব্দাংশের স্বাধীন ব্যবহার নেই। এটি সর্বদা অন্য শব্দের সঙ্গে সেঁটে বসে। যেমন: চিত্তসংক্রান্ত, পরীক্ষাসংক্রান্ত, মানবসংক্রান্ত, জীবনসংক্রান্ত, শুবাচসংক্রান্ত প্রভৃতি।]
  • প্রচার হচ্ছে> প্রচার করা হচ্ছে [‘প্রচার’ অর্থ (বিশেষ্যে ঘোষণা, প্রকাশ, বিজ্ঞপ্তি, রটনা, প্রচলন (বাএআবাঅ, পৃষ্ঠা: ৮৫৩ ) এর সঙ্গে ক্রিয়া থাকা সমীচীন।
  • জারিকৃত> জারীকৃত [বাএআবাঅ, পৃষ্ঠা: ৫১৮]
  • নেয়ার> নেওয়ার [ নেওয়ার বা লওয়া অর্থে ‘নেয়ার’ শুদ্ধ নয়। নেয়ার দেশি শব্দ। উচ্চারণ— নেআর্‌। অর্থ— খাটের পৃষ্ঠদেশে বুননের জন্য কাঠের পাটাতনের পরিবর্তে ব্যবহৃত মোটা সুতোয় বোনা চওড়া ফিতে; যেমন: নেয়ার খাট। পাজামা, সালোয়ার প্রভৃতি কোমরে আটকানোর জন্য ব্যবহৃত ফিতাকেও ‘নেয়ার’ বলা হয়। ]

অতিরিক্ত সচিবের বাংলা বানান: বাংলা আমার ভালো নেই

ড. মোঃ আবুল কালাম আজাদ, ‘ ‘অফিসার্স ক্লাব, ঢাকা’-এর নির্বাহী কমিটির (২০২৪-২০২৫) নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী [মহাপরিচালক (অতিরিক্তি সচিব), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়‘-এর বাংলা বানান।
শুদ্ধীকরণ:
  • চাকুরী> চাকুরি/চাকরি [বাএআবাঅ, পৃষ্ঠা: ৪৫২; ফারসি উৎসের শব্দ। বিদেশি উৎসের শব্দে ঈ-কার পরিহার্য।]
  • ইউ এন ও> ইউএনও [সরকারি গেজেটে সেঁটে লেখা হয়।]
  • পি এস> পিএস [প্রাগুক্ত]
  • বি.এসসি> বিএসসি [বাএআবাঅ, পৃষ্ঠা: ৯৫৮]
  • এগ্রোনমী> অ্যাগ্রোনমি [বাংলা উচ্চারণে রোমান a-বর্ণের /æ/ উচ্চারণরূপের বাংলা প্রতিবর্ণ হলো অ্যা বা ্যা। রোমান ‘a’-এর প্রতিবর্ণীকরণ বর্ণপদ্ধতিতে হয় না, ধ্বনিপদ্ধতিতে হয়। ইংরেজি বা ইংরেজির মাধ্যমে আগত বিদেশি শব্দের উচ্চারণে যদি /æ/ ধ্বনি থাকে তাহলে বাংলা বানানে অ্যা বা ্যা-কার হবে। যেমন: অ্যাকাডেমিক (academic); অ্যাডমিনিস্ট্রেটিভ (administrative); অ্যাডভোকেট (advocate), অ্যালামনাই (alumni), অ্যানালিস্ট (analyst), অ্যান্ড (and); অ্যাসোসিয়েশন (association; ক্যালসিয়াম (calcium)।
  • এম. এসসি> এমএসসি [বাএআবাঅ, পৃষ্ঠা: ২৩৯]
  • পি.এইচ.ডি> পিএইচডি
  • এগ্রিক্যালচার> অ্যাগ্রিকালচার [বাংলা উচ্চারণে রোমান a-বর্ণের /æ/ উচ্চারণরূপের বাংলা প্রতিবর্ণ হলো অ্যা বা ্যা। রোমান ‘a’-এর প্রতিবর্ণীকরণ বর্ণপদ্ধতিতে হয় না, ধ্বনিপদ্ধতিতে হয়। ইংরেজি বা ইংরেজির মাধ্যমে আগত বিদেশি শব্দের উচ্চারণে যদি /æ/ ধ্বনি থাকে তাহলে বাংলা বানানে অ্যা বা ্যা-কার হবে।]
  • সহ-সভাপতি:> সহসভাপতি, [শেষে কোলন নয়, কমা হবে। ‘সহ’-যুক্ত পদবি হাইফেন ছাড়া লেখা হয়; যেমন ‘সহশিক্ষক’। বাএআবাঅ, পৃষ্ঠা: ১৩১১।]
  • সাধারন> সাধারণ [ণত্ববিধিমতে ‘সাধারণ’ বানানে ‘ণ’ অপরিহার্য।]
  • সাধারন সম্পাদক:> সাধারণ সম্পাদক, [শেষে কোলন নয়, কমা হবে।]
  • সদস্য:>সদস্য, [ শেষে কোলন নয়, কমা হবে।]
  • আজীবন সদস্য:> আজীবন সদস্য, [কোলন নয়, কমা হবে।]
  • ক্লাব উন্নয়নে> ক্লাবের উন্নয়নে [ষষ্ঠী বিভক্তি অপরিহার্য ছিল।]
  • করবো> করব [এই প্রকৃতির ক্রিয়াপদে ও-কার পরিহার্য।]
  • বিপদে আপদে> বিপদে-আপদে [সমাসবদ্ধ পদ হিসেবে এটি হাইফেন দিয়ে বা সেঁটে লেখা হয়।]
  • দাড়াবো> দাঁড়াব [বাএআবাঅ, পৃষ্ঠা: ৬৪১। চন্দ্রবিন্দু অপরিহার্য এবং ও-কার পরিহার্য।]
  • খেলাধুলা উন্নয়নে> খেলাধুলার উন্নয়নে [র-বিভক্তি অপরিহার্য ছিল।]
  • রাখবো> রাখব [এই প্রকৃতির ক্রিয়াপদে ও-কার বাহুল্য ও পরিহার্য]
  • করবো> করব [এই প্রকৃতির ক্রিয়াপদে ও-কার বাহুল্য।]
  • ক্লাব সদস্যগণের> ক্লাবের সদস্যগণের [র-বিভক্তি অপরিহার্য ছিল।]
  • কর্মকান্ডে> কর্মকাণ্ডে [বাএআবাঅ, পৃষ্ঠা: ২৭৪। ণত্ববিধি অনুসারে ‘কর্মকাণ্ড’ বানানে ণ-অপরিহার্য।]
  • থাকবো> থাকব [এই প্রকৃতির ক্রিয়াপদে ও-কার বাহুল্য ও পরিহার্য]

You cannot copy content of this page