ঢাকা বিশ্ববিদ্যালয় ভুলে ভুলে সয়লাব: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও রেজিস্ট্রারের বাংলা বানান: ঢাকা বিশ্ববিদ্যালয় ভুল আর ভুল

ঢাকা বিশ্ববিদ্যালয় ভুলে ভুলে সয়লাব: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও রেজিস্ট্রারের বাংলা বানান: ঢাকা বিশ্ববিদ্যালয় ভুল আর ভুল

ড. মোহাম্মদ আমীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিজ্ঞপ্তির বাংলা বানান

#subach/Suddho Banan Charcha (SUBACH)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিটির (চিত্রে প্রদর্শিত) কয়েকটি বানান ‘বাংলা একাডমি প্রমিত বাংলা বানানের নিয়ম (বাপ্রবাবানি)’ ও ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান (বাএআবাঅ) ’ অনুসারে চিহ্নিত করে প্রযোজ্য ক্ষেত্রে শুদ্ধ/সংগত রূপটি পাশে দেওয়া হলো।
  • ফার্মেসী> ফার্মেসি [ইংরেজি শব্দ। বিদেশি শব্দের বানানে ঈ-কার পরিহার্য। বাএপ্রবাবানি, অনুচ্ছেদ: ২.১।]
  • শূন্য পদ> শূন্যপদ [সমাসবদ্ধ পদ হিসেবে সেঁটে লেখা প্রচলিত। বাএপ্রবাবানি, অনুচ্ছেদ: ৩.১।]
  • বাংলাদেশী>বাংলাদেশি [অতৎসম শব্দে ঈ-কার পরিহার্য। বাএপ্রবাবানি, অনুচ্ছেদ: ২.১।]
  • ফার্মেসী> ফার্মেসি [ইংরেজি শব্দ। বিদেশি শব্দের বানানে ঈ-কার পরিহার্য। বাএপ্রবাবানি, অনুচ্ছেদ: ২.১।]
  • শ্রেণী> শ্রেণি [বাএপ্রবাবানি, অনুচ্ছেদ: ১.২।]
  • সিজিপিএ এর> সিজিপিএ -এর [‘এর’ ষষ্ঠী বিভক্তি। এটি সাধারণত ‘র’ ধ্বনি হয়ে সংশ্লিষ্ট পদের সঙ্গে সেঁটে বসে। বিশেষ কারণে ‘র’ ধ্বনিকে ‘এর’ বানানে মূল পদ হতে পৃথক রাখতে হলে আগে হাইফেন (-) অপরিহার্য। নইলে ‘এর’ অর্থ হয়ে যায় (বিশেষণে) তাহার, তার, ইহার, এটির।]
  • ৫.০০ এর> ৫.০০-এর [প্রাগুক্ত]
  • ৩.৫০ সহ> ৩.৫০-সহ [এখানে ‘সহ’-শব্দের অর্থ (অব্যয়/ক্রিয়াবিশেষণে) সঙ্গে, সাথে, সমেত, সহিত। এই অর্থে ‘সহ’ এখানে হাইফেন-সহ (বা হাইফেন ছাড়া) সেঁটে লেখা সমীচীন ছিল।]
  • এস.এস.সি>এসএসসি [বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান [পরিমার্জিত সংস্করণের তৃতীয় পুনর্মুদ্রণ (এপ্রিল ২০১৮)] বলছে, ‘ডিগ্রি’-র নামের বানানের সংক্ষেপণে ডট (.) থাকবে না। লিখতে হবে ডট (.) ছাড়া এবং নিরেটভাবে। যেমন: এইচএসসি, এসএসসি, এমএ, এমএসসি, এমডি, এমকম, বিএ, বিএল, বিএসসি, বিকম। ব্যতিক্রম: এম বি বি এস। অন্যান্য সংক্ষেপণের ক্ষেত্রেও ‘মুণ্ডমাল শব্দের’ ন্যায় একই রীতি অনুসৃত হবে। যেমন: এসএমএস, প্রকৃতি, ঢাবি. ইউএনও।]
  • এইচ.এস.সি> এইচএসসি [প্রাগুক্ত]
  • জিপিএ এর> সিজিপিএ -এর [প্রাগুক্ত]
  • ৫.০০ এর> ৫.০০-এর [প্রাগুক্ত]
  • ৩.৫০ সহ> ৩.৫০-সহ [-সহ’ পূর্ববর্তী শব্দের সঙ্গে হাইফেন নিয়ে বা হাইফেন ছাড়া সেঁটে বসাতে হয়।]
  • এস.এস.সি>এসএসসি [প্রাগুক্ত]
  • এইচ.এস.সি> এইচএসসি [প্রাগুক্ত]
  • যে কোনো> যে-কোনো [বাএআবাঅ]
  • কোন> কোনো [বাক্য ও উদ্দেশ্য বিবেচনায়।]
  • পিএইচ.ডি>পিএইচডি [প্রাগুক্ত]
  • কোন প্রবন্ধ> কোনো প্রবন্ধ [বাক্য ও উদ্দেশ্য বিবেচনায়।]
  • গ্রহণ> বিবেচনা [বিজ্ঞপ্তির উদ্দেশ্য ও বর্ণনা অনুসারে।]
  • প্রার্থীদেরকে> প্রার্থীদের [‘র’-বিভক্তির পর ‘ক’-বিভক্তি বাহুল্য।]
  • মার্কসীট> মার্কসিট [ইংরেজি শব্দ। বিদেশি শব্দের বানানে ঈ-কার পরিহার্য। বাএপ্রবাবানি, অনুচ্ছেদ: ২.১।]
  • প্রশংসা পত্র> প্রশংসাপত্র [সমাসবদ্ধ পদ হিসেবে সেঁটে লেখা প্রচলিত। বাএপ্রবাবানি, অনুচ্ছেদ: ৩.১।]

বাংলা আমার ভালো নেই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাংলা বানান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়লা শারমিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি — সাত লাইনে বাইশটি ভুল বানান। আমারও ভুল হতে পারে। দৃষ্টিগোচর হলে দয়া করে উল্লেখ করবেন। বাধিত হব।
১. ২৭ আশ্বিন:> ২৭শে আশ্বিন (বাংলা একাডেমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়)
২. ১৩ অক্টো:> ১৩ই অক্টো: (বাংলা একাডেমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়)
৩. স্বশরীরে> সশরীরে
৪. ক্লাশে> ক্লাসে
. অংশগ্রহনের> অংশগ্রহণের
৬. ১৮ অক্টোবর> ১৮ই অক্টোবর (বাংলা একাডেমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়)
৭. স্বশরীরে> সশরীরে
৮. ক্লাশ> ক্লাস
৯. কাউন্সিল এর> কাউন্সিলের/ কাউন্সিল-এর
১০. স্বশরীরে>সশরীরে
১১. ক্লাশে> ক্লাসে
১২. অংশগ্রহন> অংশগ্রহণ
১৩. গ্রহনের> গ্রহণের
১৪. গ্রহনের> গ্রহণের
১৫. প্রমানপত্রের> প্রমাণপত্রের
১৬. ক্লাশ> ক্লাস
১৭. কোন> কোনো
১৮. গ্রহনের> গ্রহণের
১৯. প্রমানপত্র> প্রমাণপত্র
২০. কোন> কোনো
২১. ক্লাশে> ক্লাসে
২২. পারবেনা> পারবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাংলা বানান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত নিচে প্রদর্শিত পত্রটির কিছু ভুল/অসংগতি বাংলা একাডেমি হতে সর্বশেষ প্রকাশিত ‘প্রমিত বাংলা বানানের নিয়ম পুস্তিকা’, ‘আধুনিক বাংলা অভিধান’ ও বাংলা ব্যাকরণের প্রযোজ্য নিয়ম অনুযায়ী চিহ্নিত করা হলো। আমার লেখায় কোনো ভুল/অসংগতি পরিলক্ষিত হলে বা কিছু বাদ গেলে অনুগ্রহপূর্বক চিহ্নিত করে দেবেন। বাধিত হব।

ছবিটি পাঠিয়েছেন জনাব Kadir Chowdhury Babul

শুদ্ধীকরণ:
  • ফোনঃ>ফোন: [বিসর্গ (ঃ) কোনো যতিচিহ্ন নয়। এটি বাংলা বর্ণমালার একটি মৌলিক বর্ণ। এর নিজস্ব উচ্চারণ আছে। পদান্তে বিসর্গের উচ্চারণ: /হ্/। যতিচিহ্ন হিসেবে কোলনের স্থলে বিসর্গের ব্যবহার পরিহার্য।]
  • ফ্যাক্সঃ>ফ্যাক্স: [প্রাগুক্ত]
  • খ্রিঃ>খ্রি. [প্রাগুক্ত]
  • অব:>অব. [সংক্ষেপণে ডট (.) ব্যবহার করা হয়, কোলন নয়।]
  • আপনাকে জানানো যাচ্ছে যে, আপনাকে>আপনাকে [পত্রের গঠন ও বাক্য বিবেচনায় বাকি অংশ (আপনাকে জানানো যাচ্ছে যে,) বাহুল্য।]
  • বিভাগ-এ>বিভাগে
  • খন্ডকালীন>খণ্ডকালীন [ণত্ববিধিমতে, ‘খণ্ড’ বানানে ‘ণ’ অপরিহার্য। বাএআবাঅ, পৃষ্ঠা: ৩৫৮]
  • বিভাগে খন্ডকালীন>বিভাগে খণ্ডকালীন [প্রাগুক্ত]
  • অস্থায়ী খন্ডকালীন>অস্থায়ী খণ্ডকালীন [প্রাগুক্ত]
  • নেয়ার>নেওয়ার [‘নেয়ার’ অর্থ— খাটের পৃষ্ঠদেশে বুননের জন্য কাঠের পাটাতনের পরিবর্তে ব্যবহৃত মোটা সুতোয় বোনা চওড়া ফিতে; যেমন: নেয়ার খাট। পাজামা, সালোয়ার প্রভৃতি কোমরে আটকানোর জন্য ব্যবহৃত ফিতাকেও ‘নেয়ার’ বলা হয়। নেওয়ার’ অর্থে ‘নেয়ার’ আঞ্চলিক ভাষায় ব্যবহার করা যায়, চলিত ভাষায় নয়।বাএআবাঅ, পৃষ্ঠা: ৭৬০]
  • সম্মানী>সম্মানি [বাএআবাঅ, পৃষ্ঠা: ১৩০৩]
  • যে কোনো>যে-কোনো [বাএআবাঅ, পৃষ্ঠা: ১১৫২]
  • প্রদানে>প্রদানপূর্বক [বাক্য বিবেচনায়।]
  • ইহার>এর [পত্রটি কথ্য/চলিত ভাষায় লেখা। ‘ইহার’ শব্দটি ‘এর’ শব্দের সাধু রূপ। একই পত্রে সাধু-চলিত মিশ্রণ দূষণীয়। বাএআবাঅ, পৃষ্ঠা: ২৪০]
  • শর্তাবলী>শর্তাবলি [পদের শেষে বহুবচন-বাচক ‘-বলি’ (আবলি) ই-কার-যুক্ত হবে। বাএআবাঅ, পৃষ্ঠা: ১৫৭] যেমন: দৃশ্যাবলি, কার্যাবলি, নিয়মাবলি, তথ্যাবলি, সমস্যাবলি, পদাবলি প্রভৃতি]
  • হইবে>হবে [সাধু-চলিত মিশ্রণ ঘটেছে। আগে লেখা হয়েছে চলিত ভাষায়; ‘হবে’।]
  • আপনি চাকুরিতে>চাকুরিতে [‘আপনি’ বাহুল্য]
  • বিশ্ববিদ্যালয়>বিশ্ববিদ্যালয়ের [বাক্য বিবেচনায়]
  • চাকুরি সংক্রান্ত>চাকুরিসংক্রান্ত [‘সংক্রান্ত’ সর্বদা পূর্ববর্তী শব্দের সঙ্গে সেঁটে বসে; বাএআবাঅ, পৃষ্ঠা: ১২৬৪]
  • সব অর্ডিন্যান্স ও রেগুলেশন্স>অর্ডিন্যান্স ও রেগুলেশন্স [বাংলায় একই বাক্যে একই বিষয়ের জন্য একাধিক বহুবচনজ্ঞাপক পদ বাহুল্য।]
  • অথবা নিয়মাবলি প্রণয়ন করবে> অথবা ভবিষ্যতে যে নিয়মাবলি প্রণয়ন করা হবে/প্রণীত হবে [বাক্য ও উদ্দেশ্য বিবেচনায়।]
  • অত্র>এ/এই [‘অত্র’ শব্দের অর্থ এখানে, এই স্থানে, Here, This place। সুতরাং, ‘অত্র’ অর্থ এখানে বা ইহা। অতএব ‘এ/এই’ অর্থে ‘অত্র’ ব্যবহার অসংগত।]

বাংলা একাডেমির গ্যাঁড়াকলে প্রমিত বাংলা বানান/৩

বাংলা একাডেমির গ্যাঁড়াকলে প্রমিত বাংলা বানান/৭

#গ্যাঁড়াকলে_প্রমিত_বাংলা_বানান
নটর ডেম কলেজ ভুল আর ভুল: নটর ডেম কলেজের বাংলা বানান: নটর ডেম কলেজের অধ্যক্ষের বাংলা বানান

You cannot copy content of this page