মত বনাম মতো; হত হতো; ভাল ভালো: কোথায় কোনটি লিখবেন এবং কেন লিখবেন

ড. মোহাম্মদ আমীন

মত বনাম মতো; হত হতো; ভাল ভালো: কোথায় কোনটি লিখবেন এবং কেন লিখবেন

অভিধানমতে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত মতশব্দের অর্থ (১) মনের ভাব, অভিমত। (এ বিষয়ে প্রধানমন্ত্রীর মত কী?)। (২) সম্মতি (এ কাজে বাবার মত নেই)। (৩)

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

সিদ্ধান্ত (মত বদল করা)।  (৪) ধারা, পদ্ধতি( প্রাচীন পদ্ধতিতে চিকিৎসা)। (৫) বিধি, নিয়ম (ব্যাকরণমতে)। উদাহরণ : মত প্রকাশের স্বাধীনতা চাই। তোমার মতামত কী। আমি  তোমার মতো আমার মত বদল করে আগের বিধান অনুসারে আমার নতুন মত সবাইকে জানিয়ে দিয়েছি।

মতো অর্থ— অভিন্ন, সদৃশ; উদাহরণ : তার মতো লোক আর নেই। আমি তোমার মতো গাইতে পারি না। মত প্রকাশের মতো উত্তম স্বাধীনতা আর হয় না। হাজার টাকার মতো হবে। তার মতো মানুষ হয় না।

হত অর্থ— মৃত/করুণ/নগণ্য/নিম্ন অবস্থা প্রভৃতি; উদাহরণ: হতদরিদ্র, হতাহত, হতভাগা, হতভাগা, হতচ্ছাড়া।

হতো অর্থ— হইত/হবে প্রভৃতি; উদাহরণ : টাকাটা পেলে আমার অনেক উপকার হতো। টাকাটা পেলে কত উপকার হতো।

ভাল অর্থ— কপাল; উদাহরণ : ভাল আমার মন্দ, যাই না দুঃখের গন্ধ। ভালে আমার সুখ সয় না।

ভালো অর্থ— উত্তম; উদাহরণ : ভালো মানুষ সবার প্রিয়। ভালো যদি বাসো সখি কী দিব গো আর- – -।

উৎস: কোথায় কী লিখবেন বাংলা বানান: প্রয়োগ ও অপপ্রয়োগ, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।

 

 

You cannot copy content of this page