আইবেক আইল নাহিদা রাদিআল্লাহ আনহু

. মোহাম্মদ আমীন

আইবেক আইল নাহিদা রাদিআল্লাহ আনহু

আইবেক: তুর্কি আইবাক থেকে উদ্ভূত ও বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত আইবেক অর্থ: দাস, দূত, প্রেমাস্পদ। কুতুবউদ্দীন আইবেক দিল্লির প্রথম সুলতান এবং দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। তিনি ১২০৬ থেকে ১২১০ খ্রিষ্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন। দানশীলতার জন্য তাকে ‘লাখবখশ’ বলা হতো। ১২১০ খ্রিষ্টাব্দে পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান।

আইলআরবি হা‘ইল থেকে উদ্ভূত ও বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত আইল অর্থ: জমির সীমানির্দেশক বাঁধ; উঁচুপথ, জাঙ্গাল, তীর।

ইনশাআল্লাহ্‌, ইনশাআল্লা: আরবি ইনাশা আল্লাহ হতে উদ্ভূত। অর্থ (অব্যয়ে) আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ চান তো; আল্লাহর ইচ্ছায়।

নাহিদামোহাম্মদ হারুন রশিদ সংকলিত এবং বাংলা একাডেমি হতে প্রকাশিত বাংলা ভাষা সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দের অভিধান বলছে, নাহিদা হচ্ছে আলেকজান্ডারের স্ত্রীর নাম। শব্দটি আরবি নাহিদাহ হতে উদ্ভূত। এটি বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। নাহিদাহ্ শব্দের বাংলা প্রতিশব্দ হলো: আনন্দদায়ক, প্রেরণাদাতা, উত্তোলিত, উত্তোলক; লক্ষ্যে পৌঁছার সহায়ক, উৎসাহদাতা।

পাইরবি, পায়রবি: ফারসি পয়রবি হতে উদ্ভূত পাইরবি বা পায়রবি শব্দের অর্থ (বিশেষ্যে) অনুসরণ, অনুগম, আনুগত্য, শিষ্যত্ব।

রাদিআল্লাহ আনহু, রাজিআল্লাহ আনহুআরবি রাদি আল্লাহ আনহু কথা হতে উদ্ভুত। অর্থ: (বিশেষ্যে) আল্লাহ তার প্রতি রাজি হোন।

‘গরু’ বানান কি অশুদ্ধ? ‘গরু’ লিখলে কি ভুল হবে? দেখুন অন্যান্য বিষয়: #subach

Leave a Comment