বান মান: কখন হবে ‘বান’ কখন হবে ‘মান’

ড. মোহাম্মদ আমীন

বান মান: কখন হবে ‘বান’ কখন হবে ‘মান’
নিমোনিক: বিশেষ্য পদের সঙ্গে ‘বান/মান’ যুক্ত করে বিশেষণ তৈরি করা হয়। তবে কোথায় ‘বান’ বসবে কিংবা কোথায় ‘মান’ বসবে এটি অনেক সময় গোলমাল হয়ে যায়। সুতরাং নিমোনিক একটা লাগেই।
.
নিমোনিক: ‘ম’-এর আগে ‘ব’ এবং ‘ই/ঈ/উ/ঊ’-এর আগে ‘অ/আ।’ তাই অ/আ থাকলে ‘বা’ এবং ‘ই/ঈ/ উ/ঊ’ থাকলে ‘মা’।
.
পাঞ্জেরী পাবলিকেশন্স লি

অ/আ: বিশেষ্য পদের বানানের শেষ বর্ণে ‘অ/আ’ থাকলে বান বসবে। যেমন: অর্থ+বান=অর্থবান, ক্ষমতা+বান= ক্ষমতাবান, গুণ+বান = গুণবান, চরিত্র+বান= চরিত্রবান, দয়া+বান= দয়াবান, ধন +বান= ধনবান, নিষ্ঠা+বান= নিষ্ঠাবান, প্রতিভা+বান= প্রতিভাবান, পুণ্য+বান=পুণ্যবান, প্রজ্ঞা+বান= প্রজ্ঞাবান, ফল+বান= ফলবান, বল+বান= বলবান, বিত্ত+ বান= বিত্তবান, বেগ+বান= বেগবান, ভাগ্য+বান= ভাগ্যবান, রূপ+বান= রূপবান, লাভ+বান= লাভবান, স্বাস্থ্য+বান= স্বাস্থ্যবান, হৃদয়+বান = হৃদয়বান, শ্রদ্ধা+বান= শ্রদ্ধাবান, হৃদয়+বান= হৃদয়বান।

ই/ঈ, উ/ঊ: বিশেষ্য পদের বানানের শেষ বর্ণে ‘ই/ঈ, বা উ/ঊ’ থাকলে ‘মান’ বসবে। যেমন: অংশু+মান= অংশুমান, অগ্নি+মান= অগ্নিমান, আয়ু+মান>আয়ুষ্মান, ঋদ্ধি+মান= ঋদ্ধিমান, কান্তি+মান= কান্তিমান, কৃষ্টি+মান= কৃষ্টিমান, বুদ্ধি+মান= বুদ্ধিমান, ভক্তি+মান= ভক্তিমান, ভঙ্গি+মান= ভঙ্গিমান, দ্যাুতি+মান= দ্যাুতিমান, ধী+মান = ধীমান, ধৃতি+মান= ধৃতিমান, নীতি+বান=নীতিমান, ভ্রান্তি+মান = ভ্রান্তিমান, রুচি+মান =রুচিমান, সংস্কৃতি+মান= সংস্কৃতিমান, সমৃদ্ধি+মান= সমৃদ্ধিমান, স্মৃতি+মান= স্মৃতিমান, শক্তি+মান= শক্তিমান, শ্রী+মান= শ্রীমান। কিন্তু, অগ্নি> অগ্নিবাণ। কারণ, এই ‘বাণ’ প্রত্যয়-বান নয়, এবই ‘বাণ’ হলো তির বা শর।
.
ক্রিয়াপদ: ক্রিয়া পদের শেষ বর্ণ অ/আ কিংবা ই/ঈ বা উ/ঊ যেটাই হোক, সর্বদা ‘মান’ বসবে। যেমন: অস্তায়+মান= অস্তায়মান, আলোচ্য+মান= আলোচ্যমান. উড্ডীয়+মান= উড্ডীয়মান. উদীয়+মান= উদীয়মান. ক্রম+মান= ক্রমমান, ক্ষীয়+মান= ক্ষীয়মাণ, গম্য+মান = গম্যমান, চল+মান= চলমান, দীপ্য+মান= দীপ্যমান, দৃশ্য+মান= দৃশ্যমান, দোলায়+মান= দোলায়মান, ধাব+মান= ধাবমান, পলায়+ মান= পলায়মান, প্রকাশ+মান= প্রকাশমান, প্রবহ+মান= প্রবহমান, বহ+মান= বহমান, বিরাজ+মান= বিরাজমান, ভাস+মান= ভাসমান, মোহ্য+মান= মোহ্যমান, পশ+মান = পশমান, শব্দায়+মান= শব্দায়মান, সৃজ্য+মান= সেজ্যমান, সেব্য +মান= সেব্যমান, হন্য+মান= হন্যমান।
সূত্র: নিমোনিক প্রমিত বাংলা বানান অভিধান, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

Leave a Comment

You cannot copy content of this page