আল্লাহ খোদা ঈশ্বর, গড ভগ ভগবান; আল্লাহ শব্দের বাংলা

আল্লাহ খোদা ঈশ্বর, গড ভগ ভগবান; আল্লাহ শব্দের বাংলা

#subach

ড. মোহাম্মদ আমীন

আল্লাহ, খোদা, ঈশ্বর, গড;  ভগ ভগবান

ঈশ্বর: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে সংস্কৃত ঈশ্বর (√ঈশ্+বর) শব্দের দুটি পৃথক ভুক্তি রয়েছে। প্রথম ভুক্তিমতে, ঈশ্বর অর্থ (বিশেষ্যে) আল্লাহ,

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

খোদা, বিধাতা, সৃষ্টিকর্তা, স্রষ্টা, God। দ্বিতীয় ভুক্তিমতে, ঈশ্বর অর্থ (বিশেষ্যে) অধিপতি, প্রভু; প্রণয়ী, হৃদয়েশ; গুরু, দেবতার স্থান বা তীর্থক্ষেত্র জ্ঞাপক চিহ্নবিশেষ ‘ ঁ ‘ এবং (বিশেষণে) শ্রেষ্ঠ, প্রধান।

ভগ ভগবৎ ভগবান: সংস্কৃত (√ভজ্+অ) অর্থ (বিশেষ্যে) ছয়টি ঐশী গুণ (ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য); সৌভাগ্য, সৌন্দর্য, মাহাত্ম্য, ধর্ম, মোক্ষ। যোনি (ভগাঙ্কুর), মলদ্বার (ভগন্দর)। চাঁদ, সূর্য।  সংস্কৃত ভগবৎ (ভগ+বৎ) অর্থ (বিশেষ্যে) ভগবান, ঈশ্বর। সংস্কৃত ভগবান (ভগ+বৎ) অর্থ (বিশেষ্যে) যিনি ষড়গুণের অধিকারী, পরমেশ্বর; (বিশেষণে) পূজ্য। স্ত্রীলিঙ্গে ভগবতী। অতএব, ঈশ্বর ও ভগবান এক নন। দটি ভিন্ন সত্তা। ভগবান অনেক হতে পারেন, ঈশ্বর কিন্তু অদ্বিতীয়।

আল্লাহ শব্দের বাংলা: আল্লাহ আরবি শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, আল্লাহ শব্দের অর্থ (বিশেষ্যে) পবিত্র কোরানে বর্ণিত নিরাকার পরমেশ্বর বিশ্বচরাচরের স্রষ্টা এবং এক অদ্বিতীয় সত্তা; জীবজগতের প্রভু রক্ষাকর্তা, যিনি পাপীকে শাস্তি দেন পুণ্যবানকে পুরস্কৃত করেন, খোদা, সৃষ্টিকর্তা।একই অভিধানমতে, আরবি মওলা আল্লাহর সমার্থক। মওলা শব্দের অভিধান নির্দেশিত অর্থ (বিশেষ্যে)— আল্লাহ, প্রভু এবং ফারসি খোদা অর্থ— আল্লাহ, বিধাতা, ঈশ্বর। অতএব, আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কোনো একক শব্দে বলতে হলে বলা যায়— মওলা, খোদা, সৃষ্টিকর্তা। যদিও আল্লাহ ছাড়া আর কোনো শব্দ দিয়ে আল্লাহকে বর্ণনা করা অসম্পূর্ণ থেকে যায়। কারণ, আল্লাহ শব্দটি অদ্বিতীয় নাম হিসেবে পবিত্র কোরান নির্দেশিত গুণাবলি বহন করে। তাই আল্লাহ’কে আল্লাহ বলাই সর্বোত্তম। এটিই তাঁর নাম। আরবি রহিম অর্থ দয়ালু। রহিম মিয়া নামের কোনো ব্যক্তিকে কি আমরা দয়ালুমিয়া ডাকি? বাংলা, ইংরেজি, হিন্দি, চায়নিজ, জাপানি, নাইজার-কঙ্গো, আফ্রো-এশীয়, নাইলো-সাহারান, খোইসান, ফারসি, সেমীয়, স্প্যানিশ, ফরাসি, গ্রিক, লাতিন, পোর্তুগিজ, রাশিয়ান, আরবি, উর্দু, কোরিয়ান, পশতু, গ্রিক, তামিল, মালে, ম্যান্ডারিন, বার্মিজ, মুন্ডা যে ভাষাতেই হোক না, আল্লাহ শব্দের সর্বোত্তম অর্থ— আল্লাহ

সূত্র: কোথায় কী লিখবেন বাংলা বানান: প্রয়োগ ও অপপ্রয়োগ, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

Leave a Comment