চোদা চুদি; চোদনা: অর্থ-অনর্থ; খান কি, খান কী, খানকি, মাগি, গু; চূত চ্যুত : মা একটা চূত দাও; চোদ চোদা চোত

ড. মোহাম্মদ আমীন

চোদা চুদি; চোদনা: অর্থ-অনর্থ; খান কি, খান কী, খানকি, মাগি, গু; চূত চ্যুত : মা একটা চূত দাও; চোদ চোদা চোত

চোদা চোদি (Choda Chodi):  এক ভাষার গালি, আরেক ভাষার বুলি

‘CHODA CHODI’ কথার অর্থ কী? বিভিন্ন ভাষায় ‘Choda’ এবং ‘Choda Chodi’ ‘কথার বিভিন্ন অর্থ দেখা যায়। তেলেগু ভাষায় ‘Choda. অর্থ ঐতিহ্য, মর্যাদা, গৌরব, বংশবিশেষ, রাজবংশ। ভোজপুরি ভাষায় ‘Choda Chodi’ অর্থ ছোড়াছুঁড়ি, আনন্দ, যৌনক্রিয়া। অন্যান্য ভাষায়, এর অর্থ দেখা যায়: উল্লাস, বিজয়, উত্থান, যৌবনের জয়গান, শক্তিমত্তা, শৌর্যবীর্য। বাংলা ও হিন্দি ভাষায় এর অর্থ যৌনকর্ম, অশ্লীল গালি প্রভৃতি।

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

কাতার বিশ্বকাপের দাপ্তরিক মিউজিক ‘Choda‘ ব্যাপক জনপ্রিয়তা পায়। হয়তো দেখেও থাকবেন। ‘Choda Chodi ‘ ভোজপুরি ভাষার একটি অত্যন্ত জনপ্রিয় গান। গেয়েছেন মিথলেশ কুমার পান্ডে। অ্যালবামটি শ্রোতৃবৃন্দের মনে আলোড়ন সৃষ্টি করেছিল। ২০২০ খ্রিষ্টাব্দে প্রকাশিত যাত্রা বনওয়া অ্যালবামে গানটি ভুক্ত। ‘Choda Chodi’ লিখে গুগলে খোঁজ দিলে গানটি শুনতে পাবেন। এছাড়াও `Choda’ নামের কয়েকটি জনপ্রিয় অ্যালবাম ও ডিসকোগ্রাফি রয়েছে। রয়েছে রাইড সংগীত (Ride Song)। কেনিয়ার ‘Prem & Pauru Choda’ শুধু আফ্রিকা নয়, আমেরিকাও কাঁপিয়েছিল। তেলেগুতে ‘Choda’ একটি মর্যাদাশীল শব্দ। Choda রাজবংশ অনেক প্রাচীন এবং প্রবল মর্যাদা ও অতুলনীয় ঐতিহ্যের অধিকারী। এই রাজবংশের মধ্যে রয়েছে ভেলানাটি, পোত্তাপি, কোনিদেনা, নান্নুরু, নেলোর ইত্যাদি। ‘Choda Rap Beat, Vol.1’ উপভোগ করলে অর্থটি আরও পরিষ্কার হবে। স্প্যানিশ ভাষায় শব্দটি চোলা (chola) বানানে গৃহীত।

সংস্কৃতে এটি √চুদ্-ধাতুজাত শব্দ। অনেকের অভিমত, সংস্কৃত চোদ্দিতি থেকে হিন্দি ও বাংলায় সমার্থে প্রচলিত চোদা (Choda) শব্দের উদ্ভব। অনেকের মতো এটি অ্যাশোকান প্রাকৃত (Ashokan Prakrit) হতে উদ্ভূত। ক্ষুদিরাম দাশের ‘সাঁওতালি বাংলা সমশব্দ অভিধানমতে ‘চুদি’ সাঁওতালি শব্দ। যেখান থেকে আসুক, বর্তমানে হিন্দি ও বাংলায় এটি একটি অশ্লীল শব্দ। অর্থ যৌনমিলন, জারজ, বেজন্মা, লিঙ্গ, কুত্তার বাচ্চা, যৌনকর্মীর সন্তান, অবৈধ সন্তান প্রভৃতি। ইংরেজিতে শব্দটির অর্থ knave; অবিবাহিত নারী-পুরুষের যৌনমিলনের ফলে জন্মগ্রহণকারী অবৈধ সন্তান। শেকসপিয়ার লিখেছেন— “Though this knave came something saucily to the world before he was sent for, yet was his mother fair, there was good sport at his making, and the whoreson must be acknowledged. ” William Sakespeare, King Lear I”

সূত্র:

  • Fallon, S. W. A New Hindustani-English Dictionary: with Illustrations from Hindustani Literature and Folk-lore. Banaras: E.J. Lazarus and, 1879. Print.
  • Roger D. Woodard, The Ancient Languages of Europe (2008), p. xv.
  • Tim Conley and Stephen Cain, Encyclopedia of Fictional and Fantastic Languages (2006).
  • Choda – Qatar (Official World Cup Music)
  • CHODA – ROBIN (OFFICIAL VIDEO)
  • Choda Chodi Song, Mithlesh Kumar Pandey, Jatra Banava.

উৎস: সূত্র: পৌরাণিক শব্দের উৎস ক্রমবিবর্তন, . মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবীলকেশন্স লি.

চোদনা: অর্থ-অনর্থ, কথার কথা: ইতিবাচক বনাম নেতিবাচক

আমার এক বিশ্বপাঠির নাম আজম (অর্ধনাম)। বন্ধুদের সঙ্গে আড্ডায় সে কথায় কথায় বলে উঠত, ‘এই চোদনা’। উচ্চারণ: চোদ্‌না। এখনো বলে। জানি না ‘চোদনা’ শব্দের অর্থ কী। অনেকের কাছে শুনেছি এটি একটি অকথ্য ভাষা, খারাপ গালি। যেটাই হোক, আজমের মুখে ‘চোদনা’ শুনে আমাদের কাউকে কখনো রাগতে দেখিনি। এমনকি সমালোচনাও করেনি। তার মুখের ‘চোদনা’ স্বরকে কখনো গালি মনে হয়নি। বরং মনে হয়েছে, বন্ধুতার উচ্ছ্বাসে ভাসা বাঁধভাঙা ভাষা। বুঝলাম, কী বলল তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে বলল, কীভাবে বলল এবং বিষয়টাকে শ্রোতা কীভাবে নিল তা। বিশ্বপাঠি: বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সহপাঠিদের আমি মজা করে বিশ্বপাঠি ডাকতাম। চোদনা শব্দটি বোকা, হতভম্ব হওয়া, কাণ্ডজ্ঞানহীন প্রভৃতি অর্থেও ব্যবহৃত হয়। সংস্কৃতে চোদনা অর্থ প্রেরণা, নির্দেশনা, নির্দেশ। ড. যোগীরাজ বসুর ‘বেদের পরিচয়’ গ্রন্থে শব্দটি এই অর্থে ব্যবহৃত হয়েছে দেখা যায়।

খান কি খান কী বনাম খানকি

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাংলায় গু এসেছে পারস্য থেকে।অর্থাৎ গু ফারসি শব্দ। ফারসি গু অর্থ বিষ্ঠা, মল, পুরীষ। খানকি শব্দটাও ফারসি।খানকি অর্থ যৌনকর্মী। খান শব্দটাও পারস্য থেকে এসেছে। খান এসেছে, খানকি আসবে না?

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

খান কি কথার অর্থ— আপনি কি খাচ্ছেননা। প্রশ্নটির উত্তর হ্যাঁ/না দিয়ে দেওয়া যায়। তাই কার হবে না। খান কী অর্থ কী খাওয়া হচ্ছে তা জানতে চাওয়া। এখানে কার অপরিহার্য। প্রশ্নের উত্তর হ্যাঁনা বা অঙ্গভঙ্গির মাধ্যমে দেওয়া যায় না। খান, খানদান, খানসামা, খানদানি, খানবাহাদুর (তুর্কি+ফারসি) এসবের সঙ্গে অনিবার্য গুটাও তাদের শরীরে ভর করে পারস্য থেকে উপমহাদেশে চলে এসেছে। এই যেমন— ইয়াহিয়া খান, টিক্কা খান, আয়ুব খান। মল, বিষ্ঠা,পুরীষ প্রভৃতি খাতাকলমে, কিন্তু গু সবার মুখে মুখে। সহজ শব্দ সহজে বলা যায়। গু মলস্থান হয়ে জিহ্বায় এবং জিহ্বা থেকে মুখে আসে। এটি যতবার মুখে আসে ততবার পায়খানা বা মলস্থানে যায় না। মুখটাই পায়খানা হয়ে যায়। গু শব্দটি মানুষ যতবার যতভাবে জিহ্বার সাহায্যে উচ্চারণ করে ততবার ততভাবে মলদ্বার কিংবা পেটে ধ্বনিত হয় না। ওখানে ওরা সুপ্ত থাকে। মুখে এসে ধ্বনিত হয়। এজন্য বলা হয়, জিহ্বার চেয়ে মারাত্মক গুস্রষ্টা আর হয় না। আমাকে ভুল বুঝবেন না। গু থেকে কিন্তু গুরু নয়। গুরু (√গৃৃ+উ) তৎসম, মানে সংস্কৃত। তবে গুরুপাক খেলে খবর আছে। গুরুপাক, গুরুর সঙ্গে যুক্ত হয়ে পেটের মধ্যে আন্দোলন শুরু করে দিতে পারে। গুরুপাক কিন্তু গুরুর বা গুরুগিন্নির রাঁধা খিচুড়ি-বিরিয়ানি নয়, সহজে হজম হয় না এমন খাদ্য।

মাগি: তোমার উত্থান মাগি

কথায় বলে, এক দেশের গালি, আরেক দেশের বুুলি। শুধু দেশ নয়, অঞ্চলভেদেও এমন দেখা যায়। কয়েক মাইল গেলেও শব্দের অর্থ-পরিবর্তন লক্ষ করা যায়। বাংলাদেশের অনেক গ্রাম এলাকায় ‘মহিলা’ শব্দের পরিবর্তে হরদম মাগি বলা হয়। এতে কেউ কিছু মনে করে না। আবার অন্য অঞ্চলে এটাকে গালি ও খারাপ স্বভাবের মেয়ে অর্থদ্যোতক মনে করা হয়। পুরানো অভিধানেও মাগি শব্দের অর্থ মেয়ে বলা আছে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে বলা হয়েছে, বাংলা মাগি অর্থ: (অশিষ্ট) প্রাপ্তবয়স্ক স্ত্রীলোক, যৌনকর্মী।

রবীন্দ্রনাথ লিখেছেন:

“তোমার কাছে এ বর মাগি/ মরণ হতে যেন জাগি/ গানের সুরে।

যেমনি নয়ন মেলি, যেন/ মাতার স্তন্যসুধা-হেন/ নবীন জীবন দেয় না পূরে।”

কবি আবদুল কাদির (১৯০৬-১৯৮৪ খ্রি. ) জয়যাত্রা কবিতায় লিখেছেন

“তোমার উত্থান মাগি ভবিষ্যৎ রহে প্রতীক্ষায়,

রুদ্ধ বাতায়ন পাশে শঙ্কিত আলোক শিহরায়।”

রবীন্দ্রনাথ আর কবি আবদুল কাদিরের মাগি যৌনকর্মী অর্থদ্যোতক মাগি নয়। এই মাগি অর্থ চাই, প্রার্থনা করি, আবেদন করি, ভিক্ষা করি। এই ‘মাগি’ এসেছে ‘মাগন’ থেকে। এটি ক্রিয়েবিশেষ্য।

 

গু কোন দেশি শব্দ? গুরুপাক আর গুরু-এর তফাত কী?

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাংলায় গু এসেছে পারস্য থেকে। অর্থাৎ গু ফারসি শব্দ। ফারসি গু অর্থ বিষ্ঠা, মল, পুরীষ। খানকি শব্দটাও ফারসি। মল, বিষ্ঠা,পুরীষ প্রভৃতি খাতাকলমে, কিন্তু গু সবার মুখে মুখে। সহজ শব্দ সহজে বলা যায়। গু শব্দটি মানুষ যতবার যতভাবে জিহ্বার সাহায্যে উচ্চারণ করে ততবার ততভাবে মলদ্বার কিংবা পেটে ধ্বনিত হয় না। ওখানে ওরা সুপ্ত থাকে। মুখে এসে ধ্বনিত হয়। এজন্য বলা হয়, জিহ্বার চেয়ে মারাত্মক গুস্রষ্টা আর হয় না। গু থেকে কিন্তু গুরু নয়। গুরু (√গৃৃ+উ) তৎসম, মানে সংস্কৃত। গুরুপাক (গুরু+পাক) কিন্তু গুরুর বা গুরুগিন্নির রাঁধা খিচুড়ি-বিরিয়ানি পাক নয়, এমন খাদ্য যা সহজে হজম হয় না।

চূত চ্যুত : মা একটা চূত দাও

চূত (চুতো): সংস্কৃত চূতো (√চূৎ+অ) অর্থ— (বিশেষ্যে) আমগাছ, আম, চূতমঞ্জরি, আমের মুকুল বা শিষ। শব্দটির উচ্চারণ চুতোচূত চ্যুত: মা একটা চূত দাও।
প্রয়োগ: মা একটা চূত দাও। চূত গাছে চূত, পাকলে খাবে ভূত। চূতমঞ্জরিতে ভরে গেছে সব চূতগাছ। শব্দটির উচ্চারণ চুতো।

চ্যুত (চুতো): ‘চ্যুত (√চ্যু+ত)’ অর্থ (বিশেষণে) চুয়ে পড়ছে এমন, ক্ষরিত, পতিত (বৃন্তচ্যুত), নির্দিষ্ট পথ থেকে অপসারিত (কক্ষচ্যুত), বহিষ্কৃত, বিতাড়িত (পদচ্যুত)। অনুরূপ: চ্যুতাধিকার, চ্যুতি। শব্দটির উচ্চারণ চুতো।

প্রয়োগ: পদচ্যুত রাষ্ট্রপতিকে দেশচ্যুত করা হয়েছে। বৃন্ত থেকে চ্যুত হয়ে পাকা চূতটি মাটিতে পড়ামাত্র ছেলেরা দৌড় দিল। কাছে গিয়ে দেখল: চ্যুত চূতটি বালি লেগে নষ্ট হয়ে গেছে।

চোদ চোদা চোত

চোদা অর্থ: যৌনক্রিয়া, আধুনিক, উপযুক্ত, আনন্দদায়ক, সক্রিয়, বন্ধুত্বপূর্ণ, ভাগ্যবান, গুরুতর, অস্থির, স্বাভাবিক, মনোযোগী, উদার প্রভৃতি। তবে চোদা শব্দটি যৌনক্রিয়া অর্থ ছাড়া অন্যসব অর্থে এখন ব্যবহৃত হয় না। শব্দটি এখন অশ্লীল শব্দ হিসেবে পুরুষের যৌনাঙ্গ নারীর জননাঙ্গে প্রবেশ করানোর প্রক্রিয়া অর্থ হিসেবে ব্যবহৃত হয়।

উৎস: 

  • কোথায় কী লিখবেন বাংলা বানান: প্রয়োগ ও অপপ্রয়োগ, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।
  • পৌরাণিক শব্দের উৎস ও ক্রমবিবর্তন, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
  • উৎস: বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন,পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

#subach

 

মুরগির দুধ গোরুর ডিম, তেত্রিশ কোটি দেবতা, বাংলো, ডাকবাংলো ডাকবাংলা, নকিব, মৃধা, রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেননি

You cannot copy content of this page