পট্টি পুরোহিত ঠাঁই এবং ঠায়

ড. মোহাম্মদ আমীন

পট্টি পুরোহিত  ঠাঁই এবং ঠায়

পট্টি

কাপড়পট্টি, শাখারিপট্টি, কামারপট্টি- এখানে বর্ণিত ‘পট্টি’ অর্থ কী? শব্দটির উৎস কী? এখানে বর্ণিত ‘পট্টি’ অর্থ (বিশেষ্যে) একই পণ্যের সারিবদ্ধ দোকানবিশিষ্ট অঞ্চল। যেমন: ফলপট্টি। এটি সংস্কৃত ‘পঙ্‌ক্তি’ থেকে উদ্ভূত খাঁটি বাংলা শব্দ। এছাড়া আরও দুটি পট্টি রয়েছে। একটি সংস্কৃত ‘পট্ট’ থেকে উদ্ভূত খাঁটি বাংলা পট্টি এবং আরেকটি দেশি (সাঁওতাল) পট্টি। সংস্কৃত ‘পট্ট’ থেকে উদ্ভূত খাঁটি বাংলা ‘পট্টি’ অর্থ (বিশেষ্যে) কাপড়ের ছোটো ফালি (জলপট্টি); দেহের ক্ষতস্থান আবৃত রাখার জন্য ব্যবহৃত কাপড়ের লম্বা ফালি, bandage। সব ‘পট্টি’-র উচ্চারণ /পোট্‌টি/। দেশি পট্টি অর্থ (বিশেষ্যে) ধাপ্পা, ফাঁকি। সে একটা পল্টিবাজ, সুযোগ পেলে পল্টি দেবে।
.
ঠাঁই ঠাঁই এবং ঠায়
ঠাঁই: অভিধানে ঠাঁই শব্দের দুটি পৃথক ভুক্তি দেখা যায়। সংস্কৃত স্থান থেকে উদ্ভূত ঠাঁই অর্থ (বিশেষ্যে) স্থান, আশ্রয় ( ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরি, আমারি সোনার ধানে গিয়েছে ভরি।রবীন্দ্রনাথ ); আহারে বসার জায়গা (ঠাঁইয়ে ঠায় বসে খাচ্ছেন দিদা।); থই (এত গভীর জল ঠাঁই পায় না কেউ।) এবং (বিশেষণে) নিকট (আমার ঠাঁইয়ে ঠায় দাড়িয়ে সে, আয় ছুটে আয় যাবি তোরা কে।) বাক্যে অব্যয় হিসেবে ব্যবহৃত ধ্বন্যাত্মক ঠাঁই অর্থ হঠাৎ প্রবল আঘাতের অনুকার শব্দ (সে ঠাঁই করে শিশুটির গালে চড় মেরে দিল।)
ঠায়: সংস্কৃত স্থির হতে উদ্ভূত ঠায় অর্থ (ক্রিয়াবিশেষণে ) স্থির হয়ে (ঠায় দাঁড়িয়ে); কর্মহীন হয়ে, একটানা (ঠায় কতক্ষণ অপেক্ষা করবে?), কাছে, নিকটে (রাস্তার পাশে ঠায় দাঁড়িয়ে সে)।
.
পুরোহিত শব্দের অর্থ
পুরস্+হিত= পুরোহিত। ‘পুরস্অ’ অর্থ সম্মুখে। ‘হিত’ অর্থ মঙ্গল। অর্থাৎ সম্মুখে অবস্থান করে যিনি মঙ্গলকর্ম সম্পাদন করেন তিনিই পুরোহিত। এটি তৎসম শব্দ। পুরোহিত হবার জন্য প্রয়োজন সঠিক সংস্কার, বেদজ্ঞান,বিধান শাস্ত্রের জ্ঞান, পৌরহিত্যের জ্ঞান ও দক্ষতা। পুরোহিত হচ্ছে সেই ব্যক্তি যাকে ধর্মকার্য সম্পাদনের জন্য যজমান সঠিক বরণ, স্বাগতম ও দক্ষিণার দ্বারা নিযুক্ত করেন।পুরোহিত সকলের অগ্রে উপস্থিত থেকে পূজার সংকল্পবদ্ধ সকল ব্যক্তির অভিলাষকৃত পূজা সম্পন্ন করেন।কোনো ব্যক্তি পূজার আয়োজন করলে তিনি নিজেও পুরোহিত হতে পারেন তবে তার জন্য সঠিক জ্ঞান আবশ্যক।বৈদিক শব্দানুসারে এঁনাদের যাজকও বলা হয়। শব্দটিকে বর্তমানে নানা ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।যেমন আমি একটি কাজ করার জন্য এক বা একাধিক ব্যক্তিকে নিযুক্ত করতে পারি।তাদের দ্বায়িত্ব আমার সম্ভাষণের মর্যাদা দিয়ে আমার কাজ সম্পাদন করা এক্ষেত্রে এনাদেরও পুরোহিত বলা যাবে।তবে ধর্মীয় ব্যাপার অনেকেই যত্র তত্র এরূপ ব্যবহার ভালো চোখে দেখেন না।

#subach

Leave a Comment

You cannot copy content of this page

poodleköpek ilanlarıankara gülüş tasarımı
Casibomataşehir escort