বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল, শুদ্ধীকরণ ও উত্তর: প্রশ্ন নং ৯১ থেকে ১১৮

ড. মোহাম্মদ আমীন

বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল, শুদ্ধীকরণ ও উত্তর: প্রশ্ন নং ৯১ থেকে ১১৮

২০২৪ খ্রিষ্টাব্দের ২৬শে এপ্রিল অনুষ্ঠিত ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র (সেট নং ৪) থেকে; পৃষ্ঠা ৫

সবুজ রঙের বিকল্পটি শুদ্ধ উত্তর। 

লাল রঙ দিয়ে ভুল চিহ্নিত করা হয়েছে।

৯১. প্রশ্ন: নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক?
(ক) এটি Interpreter-এর চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে
(খ) এটি প্রতি লাইন প্রোগ্রাম পড়ে এবং অনুবাদ করে
(গ) এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
(ঘ) এটি মেশিন প্রোগামকে সোর্স প্রোগ্রামের রূপান্তর করে।

শুদ্ধীকরণ:
নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক?> 
কম্পাইলার সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক?
বেশি সময় লাগে> বেশি সময় নেয়

৯২. প্রশ্ন: নিচের কোনটি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়?
(ক) Facebook
(খ) Twitter
(গ) Instagram
(ঘ) Google

৯৩. প্রশ্ন: Cellular Data Network এর ক্ষেত্রে GPRS বলতে কী বুঝায়?
(ক) Global Positioning Radio Service
(খ) General Positioning Radio Service
(গ) Global Packet Radio Service
(ঘ) General Packet Radio Service

শুদ্ধীকরণ: 
Cellular Data Network এর> ‘Cellular Data Network’-এর

৯৪. প্রশ্ন: বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(ক) Antivirus
(খ) Digital Signature
(গ) Encryption
(ঘ) Firewall

৯৫. প্রশ্ন: নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
(ক) Bing
(খ) Google
(গ) Yahoo
(ঘ) Safari

৯৬. প্রশ্ন: ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে কী বলে?
(ক) HTML
(খ) Email
(গ) WWW
(ঘ) DWS

শুদ্ধীকরণ: 
hyper-linked document গুলোর> ‘hyper-linked document’-গুলোর

৯৭. প্রশ্ন: গ্রাহকের চাহিদা অনুযায়ী, ইউটিলিটি-ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি Distributed Computing এর একটি দৃষ্টান্ত?
(ক) Remote sensing
(খ) Cloud Computing
(গ) Remote Invocation
(ঘ) Private Computing

শুদ্ধীকরণ:
অনুযায়ী,> অনুযায়ী [কমা বাহুল্য]
Distributed Computing এর>‘Distributed Computing’-এর

৯৮. প্রশ্ন: নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গায় ব্যাপ্তি হয়?
(ক) LAN
(খ) WAN
(গ) MAN
(ঘ) PAN

শুদ্ধীকরণ:
ব্যাপ্তি হয়> ব্যাপ্ত হয়

৯৯. প্রশ্ন: নিচের কোন প্রযুক্ত Face Recognition সিস্টেমে ব্যবহার করা হয়?
(ক) Applied AI
(খ) Applied IoT
(গ) Virtual Reality
(ঘ) কোনোটিই নয়

শুদ্ধীকরণ:
Face Recognition> ‘Face Recognition ’

১০০. প্রশ্ন: নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত ‘MbPS’ এর পুর্ণরূপ কী?
(ক) Megabytes per second
(খ) Megabits per second
(গ) Milibits per second
(ঘ) কোনোটিই নয়

শুদ্ধীকরণ:
নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট> ‘নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট’
‘MbPS’ এর> ‘MbPS’-এর

১০১. প্রশ্ন: কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
(ক) ৫ জুন
(খ) ১০ জুন
(গ) ২০ জুন
(ঘ) ২৫ জুন

শুদ্ধীকরণ:
[বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের পরিশিষ্ট ‘গ’-এ বাংলা 
তারিখ ও সময় লেখার নিয়ম বিধৃত।এখানে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে: 
“অ্যাক বৈশাখ, অ্যাগারো জ্যৈষ্ঠ, শোলো ডিসেম্বর, পোঁচিশ বৈশাখ
 প্রভৃতি উচ্চারণ অশুদ্ধ। শুদ্ধ ও মান্য রীতি: পয়লা বৈশাখ, 
অ্যাগারোই জ্যৈষ্ঠ, শোলোই ডিসেম্বর, পোঁচিশে বৈশাখ প্রভৃতি।]

১০২. প্রশ্ন: জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNDOC-র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) রোম
(খ) ভিয়েনা
(গ) জেনেভা
(ঘ) পিটসবার্গ

শুদ্ধীকরণ:
UNDOC-র> ‘UNDOC’-এর [এটি বাংলা শব্দ নয়। তাই ‘র’ যুক্ত না হয়ে
 পৃথকভাবে হাইফেন-সহ ‘এর’ লেখা সমীচীন।]
‘UNDOC'-এর পূর্ণ রূপ: United Nations Office on Drugs and Crime;

১০৩. প্রশ্ন: বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৭৪
(খ) ২০১১
(গ) ২০১৩
(ঘ) ২০১৫

শুদ্ধীকরণ:
বাংলাদেশ ভারত> বাংলাদেশ-ভারত
সীমান্ত সম্পর্কিত> সীমান্ত-সম্পর্কিত

১০৪. প্রশ্ন: আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?
(ক) ইরান
(খ) ইরাক
(গ) জর্ডান
(ঘ) সিরিয়া

১০৫. প্রশ্ন: উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট ‘জি৭৭’ এর বর্তমান সদস্য সংখ্যা কত?
(ক) ১০৫
(খ) ১১৫
(গ) ১২৫
(ঘ) ১৩৫

শুদ্ধীকরণ:
‘জি৭৭’ এর> ‘জি৭৭’-এর

১০৬. প্রশ্ন: “২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে”— এটি টেকসই উন্নয়ন লক্ষমাত্রার কোন অভীষ্ট লক্ষ্য?
(ক) টার্গেট ১.১
(খ) টার্গেট ১.২
(গ) টার্গেট ১.৩
(ঘ) টার্গেট ১.৪

শুদ্ধীকরণ:
লক্ষমাত্রার> লক্ষ্যমাত্রার [লক্ষ্য থেকে লক্ষ্যমাত্রা] ১১৫নং প্রশ্নে লেখা হয়েছে ‘লক্ষ্যমাত্রা’।

১০৭. প্রশ্ন: বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে—
(ক) চীন
(খ) জাপান
(গ) ডেনমার্ক
(ঘ) সুইডেন

শুদ্ধীকরণ:
বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর> ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা’-এর

১০৮. প্রশ্ন: বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫

১০৯. প্রশ্ন: বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল—
(ক) সৌদি আরব
(খ) কুয়েত
(গ) ওমান
(ঘ) জর্দান

শুদ্ধীকরণ:
জর্দান> জর্ডান [১০৪ নং প্রশ্নে লেখা হয়েছে ‘জর্ডান’ ইংরেজি বানান Jordan]

১১০. প্রশ্ন: কপ ২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
(ক) শরণার্থীদের অধিকার
(খ) জ্বালানি নিরাপত্তা
(গ) সমুদ্র সীমানা
(ঘ) জলবায়ু পরিবর্তন

শুদ্ধীকরণ:
 কপ ২৮> ‘কপ ২৮’

১১১. প্রশ্ন:  বৈশ্বিক সন্ত্রাসবাদসূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
(ক) আফগানিস্তান
(খ) মায়ানমার
(গ) পেরু
(ঘ) মালি

শুদ্ধীকরণ:
বৈশ্বিক সন্ত্রাসবাদসূচক ২০২৩> ‘বৈশ্বিক সন্ত্রাসবাদসূচক ২০২৩’

১১২. প্রশ্ন: বৈশিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো—
(ক) আইসল্যান্ড
(খ) জাপান
(গ) সিংগাপুর
(ঘ) সুইজারল্যান্ড

শুদ্ধীকরণ:
বৈশিক> বৈশ্বিক
বৈশিক শান্তিসূচক ২০২৩> ‘বৈশ্বিক শান্তিসূচক ২০২৩’

১১৩. প্রশ্ন: ‘বার বিধি’ (The Twelve Tables) কী?
(ক) রোমান আইনের ভিত্তি
(খ) স্থাপত্যের ১২টি নির্দেশনা
(গ) ফুটবল খেলার নিয়মাবলি
(ঘ) স্থানীয়/দেশি খেলা

শুদ্ধীকরণ:
বার বিধি> বারবিধি

১১৪. প্রশ্ন: সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
(ক) ভারত ও চীন
(খ) নেপাল ও চীন
(গ) পাকিস্তান ও চীন
(ঘ) ভারত ও পাকিস্তান

শুদ্ধীকরণ:
হিমবার>হিমবাহ

১১৫. প্রশ্ন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
(ক) জলবায়ু কার্যক্রম
(খ) মানসম্মত শিক্ষা
(গ) দারিদ্র বিমোচন
(ঘ) শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান

১১৬. প্রশ্ন: জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে—
(ক) কার্টাগোনা প্রটোকল
(খ) মন্ট্রিল প্রটোকল
(গ) দারিদ্র বিমোচন
(ঘ) শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান

শুদ্ধীকরণ:
জৈব নিরাপত্তা বিষয়ক হচ্ছে> জৈব নিরাপত্তা বিষয়/ধারণা হচ্ছে

১১৭. প্রশ্ন: ‘Friday for Future’ কোন ধরনের আন্দোলন?
(ক) ধর্মীয় আন্দোলন
(খ) পরিবেশবাদী আন্দোলন
(গ) শান্তিবাদী আন্দোলন
(ঘ) গণতান্ত্রিক আন্দোলন

১১৮. প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
(ক) ২ বৎসর
(খ) ৩ বৎসর
(গ) ৬ বৎসর
(ঘ) ৯ বৎসর

বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল ও শুদ্ধীকরণ: প্রশ্ন নং ১ থেকে ৩০

বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল, শুদ্ধীকরণ ও উত্তর: প্রশ্ন নং ৯১ থেকে ১১৮

বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল, শুদ্ধীকরণ ও উত্তর: প্রশ্ন নং ১১৯ থেকে ১৪৩

বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রের ভুল শুদ্ধীকরণ: বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের ভুল কারণ ও প্রতিকার

#subach

Leave a Comment

You cannot copy content of this page

poodleköpek ilanlarıankara gülüş tasarımıpoodleköpek ilanlarıankara gülüş tasarımı
Casibomataşehir escortjojobetCasibomataşehir escortjojobet