বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল ও শুদ্ধীকরণ: প্রশ্ন নং ১১৯ থেকে ১৪৩

ড. মোহাম্মদ আমীন

বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল ও শুদ্ধীকরণ: প্রশ্ন নং ১১৯ থেকে ১৪৩

২০২৪ খ্রিষ্টাব্দের ২৬শে এপ্রিল অনুষ্ঠিত ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র (সেট নং ৪, পৃষ্ঠা ২) থেকে

লাল রঙ দিয়ে ভুল চিহ্নিত করা হয়েছে।

১১৯. প্রশ্ন: উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?
(ক) আর্টিকেল ২     (খ) আর্টিকেল ৩
(গ) আর্টিকেল ৪     (ঘ) আর্টিকেল ৫

১২০. প্রশ্ন: আন্তর্জাতি সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
(ক) উদারবাদ     (খ) বাস্তববাদ
(গ) মার্ক্সবাদ     (ঘ) কোনোটিই নয়

১২১. প্রশ্ন: হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
(ক) বিরামপুর, দিনাজপুর (খ) ঘোড়াঘাট, দিনাজপুর
(গ) হাকিমপুর, দিনাজপুর (ঘ) পাঁচ বিবি, জয়পুর হাট

শুদ্ধীকরণ:
পাঁচ বিবি> পাঁচবিবি [ উপজেলার নামটি এভাবে নিবন্ধিত।]
জয়পুর হাট> জয়পুরহাট [জেলার নামটি এভাবে নিবন্ধিত।]

১২২. প্রশ্ন: ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫০। ঢাকার সময় মধ্যাহ্ন ১২.০০ টা হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে —
(ক) সকাল ০৯.০০ টা     (খ) বিকাল ০৩.০০ টা
(গ) সন্ধ্যা ০৬.০০ টা     (ঘ) রাত ০৯.০০ টা

শুদ্ধীকরণ:
০৯.০০ টা> ৯.০০ টা ০৩.০০ টা> ৩.০০ টা
০৬.০০ টা> ৬.০০ টা ০৯.০০ টা> ৯.০০ টা
[দ্র. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পরিশিষ্ট গ; বাংলা তারিখ ও সময়।]

১২৩. প্রশ্ন: কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত?
(ক) ইন্ডিয়ান ও ইউরেশিয়ান     (খ) ইন্ডিয়ান ও বার্মিজ
(গ) ইন্ডিয়ান ও আফ্রিকান        (ঘ) বার্মিজ ও ইউরেশিয়ান

১২৪. প্রশ্ন: উচ্চতা বৃদ্ধির সঙ্গে ট্রপোমন্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল
(ক) ৫.৫০ সেলসিয়াস/কিলোমিটার     (খ) ৬. ৫০ সেলসিয়াস/কিলোমিটার
(গ) ৭. ৫০ সেলসিয়াস/কিলোমিটার     (ঘ)৮. ৫০ সেলসিয়াস/কিলোমিটার

শুদ্ধীকরণ:
ট্রপোমন্ডলে> ট্রপোমণ্ডলে [‘মণ্ডল’ বানানে ‘ণ’ অপরিহার্য।]
হল> হলো

১২৫. প্রশ্ন: দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে (কপ ২৮) মূল ফোকাস ছিল —
(ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
(খ) জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক
(গ) ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক
(ঘ) মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ।

শুদ্ধীকরণ:
জলবায়ু বিষয়ক> জলবায়ুবিষয়ক [‘-বিষয়ক’ সর্বদা পূর্ববর্তী বাক্যের সঙ্গে সেঁটে বসে; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৯৯৩]
সংরক্ষণ বিষয়ক> সংরক্ষণবিষয়ক; নিয়ন্ত্রণ বিষয়ক> নিয়ন্ত্রণবিষয়ক
মরুকরণ> মরূকরণ [চ্বি-প্রত্যয়-সহ করণ কৃত ভবন ভূত প্রত্যয় যুক্ত হলে উ-কার থাকলে ঊ-কার হয়। যেমন: ঋজু কিন্তু ঋজূকরণ; লঘু, কিন্তু লঘূকরণ]

১২৬. প্রশ্ন: নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?
(ক) ১৮০০     (খ) ৩৬০০     (গ) ৯০০     (ঘ) ০০

১২৭. প্রশ্ন: জাপানিজ শব্দ ‘সুনামি’ এর অর্থ কী?
(ক) বিশালাকৃতির ঢেউ (খ) সামুদ্রিক ঢেউ
(গ) জলোচ্ছ্বাস (ঘ) পোতাশ্রয়ের ঢেউ

শুদ্ধীকরণ:
‘সুনামি’ এর> ‘সুনামি’-এর [ষষ্ঠী বিভক্তি হিসেবে ব্যবহৃত ‘এর’ আগে হাইফেন অপরিহার্য। এটি সাধারণত ‘র’ ধ্বনি হয়ে সংশ্লিষ্ট পদের সঙ্গে সেঁটে বসে। বিশেষ কারণে ‘র’ ধ্বনিকে ‘এর’ বানানে মূল পদ হতে পৃথক রাখতে হলে আগে হাইফেন (-) অপরিহার্য। নইলে বিভক্তি (এর) সর্বনাম হয়ে যায়।]
‘জলোচ্ছ্বাস’ বানানে ব-কার (চ্ছ্ব) স্পষ্ট নয়।

১২৮. প্রশ্ন: বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?
(ক) মরুকরণ (খ) বন্যা
(গ) সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি (ঘ) ভূমিকম্প

শুদ্ধীকরণ:
মরুকরণ> মরূকরণ [প্রাগুক্ত]
সমুদ্র পৃষ্ঠের> সমুদ্রপৃষ্ঠের

১২৯. প্রশ্ন: বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?
(ক) নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা
(খ) নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা
(গ) নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা
(ঘ) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা।

শুদ্ধীকরণ:
পরিবহন> পরিবহণ [পরি+√বাহি+অন]
নদী শাসন> নদীশাসন
বিকল্প চারটি উত্তরের ক ও ঘ উভয় সঠিক হতে পারে।

১৩০. প্রশ্ন: নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ (Hazard)?
(ক) ভূমিকম্প (খ) ভূমিধ্স (গ) সুনামি (ঘ) খরা

১৩১. প্রশ্ন: Which of the following words cab be used as a verb?
(ক) mobile    (খ) sugar    (গ)media    (ঘ) sand

শুদ্ধীকরণ: এখানে ‍দুটি শুদ্ধ বিকল্প রয়েছে।

১৩২. প্রশ্ন: In which sentence `like’ is used as a preposition?
(ক) He likes to eat fish
(খ) He laughs like his father does
(গ) He climed the tree like a cat
(ঘ) Like minded people are necessary to start a business

শুদ্ধীকরণ:
চারটি বিকল্প বাক্যে ফুলস্টপ প্রয়োজন।

বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রের ভুল শুদ্ধীকরণ: বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের ভুল কারণ ও প্রতিকার

বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল ও শুদ্ধীকরণ: প্রশ্ন নং ১ থেকে ৩০

বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল, শুদ্ধীকরণ ও উত্তর: প্রশ্ন নং ৯১ থেকে ১১৮

হেডা অণ্ড লিঙ্গ: অণ্ডকোষ লিঙ্গ ও জ্ঞানচর্চা

#subach

Leave a Comment

You cannot copy content of this page

poodleköpek ilanları
Casibom