বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল ও শুদ্ধীকরণ: প্রশ্ন নং ১ থেকে ৩০

ড. মোহাম্মদ আমীন

বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল ও শুদ্ধীকরণ: প্রশ্ন নং ১ থেকে ৩০

২০২৪ খ্রিষ্টাব্দের ২৬শে এপ্রিল অনুষ্ঠিত ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র (সেট নং ৪, পৃষ্ঠা ২) থেকে

বাংলাদেশ বিষয়াবলি

লাল রঙ দিয়ে ভুল চিহ্নিত করা হয়েছে।

১. প্রশ্ন: পাহাড়পুরের ‘সোমপুর বিহার’ বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন?
(ক) মৌর্য
(খ) পাল
(গ) গুপ্ত
(ঘ) চন্দ্র

২. প্রশ্ন: মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
(ক) মোহাম্মদ সোলায়মান
(খ) আবদুল খালেক
(গ) মাহবুব উদ্দিন আহমেদ
(ঘ) শৈলেন্দ্র কিশোর চৌধুরী

শুদ্ধীকরণ: 
গার্ড অব অনার> গার্ড অব অনার প্রদানে

৩. প্রশ্ন: ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দু’টি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?
(ক) বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষা
(খ) অর্থ ও পররাষ্ট্র
(গ) স্বরাষ্ট্র ও পরিকল্পনা
(ঘ) প্রতিরক্ষা ও পররাষ্ট্র

শুদ্ধীকরণ:
দু’টি> দুটি (বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম পুস্তিকার ২.১১ অনুচ্ছেদে
 বলা হয়েছে,“উর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করা হবে।” অধিকন্তু এই প্রশ্নপত্রে একই 
শব্দের (কোন) জন্য অন্যত্র ঊর্ধ্বকমা ব্যবহার করা হয়নি।
কেন্দ্রিয়> কেন্দ্রীয় [কেন্দ্র+ঈয়]

৪. প্রশ্ন: বাংলার প্রাচীন জনপথ হরিকেল-এর বর্তমান নাম কী?
(ক) সিলেট ও চট্টগ্রাম
(খ) ঢাকা ও ময়মনসিংহ
(গ) কুমিল্লা ও নোয়াখালী
(ঘ) রাজশাহী ও রংপুর

শুদ্ধীকরণ:
জনপথ>জনপদ 
[`জনপদ' অর্থ লোকালায়, এলাকা, রাজ্য এবং ‘জনপথ’ অর্থ রাস্তা, সড়ক।]

৫. প্রশ্ন: বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
(ক) সিলেট
(খ) খুলনা
(গ) বরিশাল
(ঘ) চট্টগ্রাম

৬. প্রশ্ন: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?
(ক) পরিকল্পনা
(খ) শিল্প
(গ) বাণিজ্য
(ঘ) অর্থ

শুদ্ধীকরণ:
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ> ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ 
[এরূপ পদ বা পদগুচ্ছের ক্ষেত্রে এই প্রশ্নপত্রের অন্যত্র একক উদ্ধৃতচিহ্ন ব্যবহার
করা হয়েছে। দ্র. প্রশ্ন নং: ১, ১১৭, ১৭৫, ১৮০, ১৮৮, ১৯১, ১৯৩, ১৯৮]

৭. প্রশ্ন: বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?(ক) ভূমি রাজস্ব

(খ) মূল্য সংযোজন কর
(গ) আয়কর
(ঘ) আমদানি শুল্ক

৮. প্রশ্ন: মারমাদের সবচেয়ে বড়ো উৎসবের নাম কী?
(ক) বিজু
(খ) রাশ
(গ) সাংগ্রাই
(ঘ) বাইশু

৯. প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেটে ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?
(ক) লিটন দাস
(খ) মুশফিকুর রহমান
(গ)সাকিব আল হাসান
(ঘ) মাহমুদুল্লাহ রিয়াদ

শুদ্ধীকরণ:
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-> বিশ্বকাপ ক্রিকেট ২০২৩’-[শব্দগুচ্ছে প্রত্যয়াদি দিতে হলে পুরো শব্দগুচ্ছকে উদ্ধৃতচিহ্ন দ্বারা আবদ্ধ করা সমীচীন। 
দ্র. প্রশ্ন নং: ১, ১১৭, ১৭৫, ১৮০, ১৮৮, ১৯১, ১৯৩, ১৯৮]

১০. প্রশ্ন: বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
(ক) ২৫
(খ) ২৬
(গ) ২৭
(ঘ) ২৮

 

শুদ্ধীকরণ: 
পররাষ্ট্র নীতি> পররাষ্ট্রনীতি [সমাসবদ্ধ পদ হিসেবে সেঁটে লেখা প্রচলিত।]
সংবিধানের> গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের [নাম অবিকল রাখা অপরিহার্য। 
গ্রন্থটির নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’।] 

১১. প্রশ্ন: মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতীসত্ত্বায় রয়েছে?
(ক) গারো
(খ) সাওতাল
(গ) মনিপুরি
(ঘ) চাকমা

শুদ্ধীকরণ:
পরিবার ব্যবস্থার> পরিবারব্যবস্থার
জাতীসত্ত্বায়> জাতিসত্তায়
সাওতাল> সাঁওতাল [‘সাঁওতাল’ শব্দটি হিন্দি ‘সন্থাল’ থেকে এসেছে। 
লুপ্ত নাসিক্যবর্ণ ‘ন’-এর পরিবর্তে বাংলা ‘সাঁওতাল’ বানানে ‘চন্দ্রবিন্দু’ দেওয়া হয়।

১২. প্রশ্ন: অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?
(ক) প্রধানমন্ত্রীর কার্যালয়
(খ) বিচার বিভাগ
(গ) নির্বাহী বিভাগ
(ঘ) মন্ত্রীপরিষদ বিভাগ

শুদ্ধীকরণ:
মন্ত্রীপরিষদ> মন্ত্রিপরিষদ

১৩. প্রশ্ন: বাংলাদেশের কোন নদী কার্ফজাতীয় মাছের রেণুর প্রধান উৎস?
(ক) সালদা
(খ) হালদা
(গ) পদ্মা
(ঘ) কুমার

১৪. প্রশ্ন: ব-দ্বীপ পরিকল্পনা ২০০১-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে?
(ক) ৬
(খ) ৭
(গ) ৮
(ঘ) ৯

শুদ্ধীকরণ:
ব-দ্বীপ> বদ্বীপ
ব-দ্বীপ পরিকল্পনা ২০০১-এ> ‘বদ্বীপ পরিকল্পনা ২০০১’-এ [প্রাগুক্ত]

১৫. প্রশ্ন: বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?
(ক) সাজেদা চৌধুরী
(খ) নুরজাহান মোর্শেদ
(গ) রাফিয়া আক্তার ডলি
(ঘ) রাজিয়া বানু

১৬. প্রশ্ন: কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?
(ক) কুদরত-ই-খুদা
(খ) কাজী মোতাহার হোসেন
(গ) জামাল নজরুল ইসলাম
(ঘ) আব্দুল মতিন চৌধুরী

শুদ্ধীকরণ:
কুদরত-ই-খুদা> কুদরত-এ-খুদা
প্রশ্নের শেষ পদ ‘করেছেন’ বানানে র-েএ দুটি এ-কার পড়েছে।

১৭. প্রশ্ন: কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?
(ক) মানবাধিকার
(খ) নারীর ক্ষমতায়ন
(গ) শিশু মৃত্যুহার হ্রাস
(ঘ) মাতৃ মৃত্যুহার হ্রাস

শুদ্ধীকরণ:
প্ল্যানেট ৫০-৫০> ‘প্ল্যানেট ৫০-৫০’

১৮. প্রশ্ন: বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে?
(ক) ২০৩১
(খ) ২০৩৫
(গ) ২০৪১
(ঘ) ২০৪৫

শুদ্ধীকরণ:
২য় প্রেক্ষিত পরিকল্পনার> ‘২য় প্রেক্ষিত পরিকল্পনা’-র
কবে শেষ হবে?> কত সালে/কত খ্রিষ্টাব্দে শেষ হবে। 
[বিকল্প উত্তরে প্রদত্ত সংখ্যাগুলো কী তা স্পষ্ট করা হয়নি। স্পষ্ট করা উচিত ছিল।
এককবিহীন সংখ্যা অর্থহীন। প্রতিটি বিকল্পের পাশে খ্রি. লিখে দেওয়া যেত। 
যেমন: ২০৩১ খ্রি., ২০৩৫ খ্রি.২০৪১ খ্রি. এবং ২০৪৫ খ্রি.।] 
এখনে সঠিক উত্তর হতো ২০৪১ খ্রি.।

১৯. প্রশ্ন: ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ কোন্‌ দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ বেশি আয় করেছে?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) যুক্তরাজ্য
(গ) জার্মানী
(ঘ) স্পেন

শুদ্ধীকরণ:
কোন্> কোন [বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম পুস্তিকার ২.১০ অনুচ্ছেদে 
বলা হয়েছে, “হস-চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে “একই শব্দের জন্য অন্যত্র 
হস-চিহ্ন ব্যবহার করা হয়নি।]
জার্মানী> জার্মানি [বিদেশি শব্দে ঈ-কার পরিহার্য]
অর্থবছরে বাংলাদেশ কোন্‌ দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ বেশি আয় করেছে> অর্থবছরে 
বাংলাদেশ পণ্য রপ্তানি বাবদ কোন দেশ থেকে বেশি আয় করেছে?” 
[পণ্য দেশ থেকে আমদানি করা হয় না, দেশ থেকে রপ্তানি করা হয়।]

২০. প্রশ্ন: বাংলাদেশের নবীনতম নদী কোনটি?
(ক) পদ্মা
(খ) যমুনা
(গ) জিন্জিরাম
(ঘ) মেঘনা

শুদ্ধীকরণ:
জিন্জিরাম> জিঞ্জিরাম
শুদ্ধ উত্তর হতো: জিঞ্জিরাম। 
এখানে জিঞ্জিরাম (জ্‌+ঞ) লেখা হয়নি। লেখা হয়েছে জিন্জিরাম (ন্‌+জ)

২১. প্রশ্ন: মুজিব : একটি জাতিসত্তার রূপকার’ চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) গুরু দত্ত
(খ) শিবু সিরিল
(গ) শ্যাম বেনেগাল
(ঘ) বিশাল ভরদ্বাজ

শুদ্ধীকরণ:
‘মুজিব : একটি জাতিসত্তার রূপকার’> ‘মুজিব: একটি জাতিসত্তার রূপকার’
[‘বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড’ কর্তৃক প্রদত্ত সনদে এ নামই আছে। 
‘কোলন’ দেওয়া হয়েছে ‘মুজিব’ পদের সঙ্গে সেঁটে; কোনো ফাঁক না রেখে।]

২২. প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন?
(ক) সেপ্টেম্বর
(খ) অক্টোবর
(গ) নভেম্বর
(ঘ) ডিসেম্বর

২৩. প্রশ্ন: The foreshadowing of Bangladesh গবেষণা গ্রন্থটির লেখক কে?
(ক) রেহমান সোবহান
(খ) আনিসুর রহমান
(গ) নুরুল ইসলাম
(ঘ) হারুন-অর-রশিদ

শুদ্ধীকরণ
The foreshadowing of Bangladesh গবেষণা>
‘The foreshadowing of Bangladesh’ নামের গবেষণা

২৪. প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) সৈয়দ নজরুল ইসলাম
(গ) তাজউদ্দীন আহমেদ 
(ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী

শুদ্ধীকরণ:
 আহমেদ> আহমদ [দ্র. ক. তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা, শারমিন আহমদ; 
খ. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ড. মো. আনিসুজ্জামান]

২৫. প্রশ্ন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল?
(ক) ৪০.৮
(খ) ৪০.৯
(গ) ৪১.৬
(ঘ) ৪১.৮

২৬. প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
(ক) ৯৫
(খ) ৯৬
(গ) ৯৭
(ঘ) ৯৮

শুদ্ধীকরণ:
বাংলাদেশ সংবিধানের> গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের/বাংলাদেশের
সংবিধানের [নাম অবিকল রাখতে হয়।]

২৭.প্রশ্ন: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল?
(ক) ২১৯
(খ) ২২১
(গ) ২২৩
(ঘ) ২২৫

শুদ্ধীকরণ:
১৯৫৪ সালের নির্বাচনে> ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে [১৯৫৪ সালে বিভিন্ন পর্যায়ে 
একাধিক নির্বাচন হয়েছে। তাই নাম স্পষ্ট করা সমীচীন ছিল। প্রশ্নটি করা হয়েছে 
সাধারণ নির্বাচন নিয়ে। কিন্তু তা উল্লেখ করা হয়নি। যদিও যুক্তফ্রন্ট উল্লেখ আছে।]
যুক্তফ্রণ্ট>যুক্তফ্রন্ট [বিদেশি শব্দের বানানে ণ পরিহার্য।

২৮.প্রশ্ন: বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
(ক) সংযুক্ত আরব আমিরাত
(খ) সৌদিআরব
(গ) কুয়েত
(ঘ) মালয়েশিয়া

শুদ্ধীকরণ:
সৌদিআরব> সৌদি আরব।
সঠিক উত্তর: সৌদি আরব। কিন্তু লেখা হয়েছে: সৌদিআরব। 
নাম অবিকল রাখতে হয়। এই প্রশ্নপত্রের ১০৯নং প্রশ্নে লেখা হয়েছে ‘সৌদি আরব’।

২৯. প্রশ্ন: কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেছেন?
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬

শুদ্ধীকরণ:
পেছেন> পেয়েছেন

৩০.প্রশ্ন: বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে?
(ক) পাকিস্তান
(খ) দক্ষিণ আফ্রিকা
(গ) ভারত
(ঘ) জিম্বাবুয়ে

 

বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রের ভুল শুদ্ধীকরণ: বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের ভুল কারণ ও প্রতিকার

বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল ও শুদ্ধীকরণ: প্রশ্ন নং ১১৯ থেকে ১৪৩

বিসিএস ৪৬তম (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্রের ভুল, শুদ্ধীকরণ ও উত্তর: প্রশ্ন নং ৯১ থেকে ১১৮

হেডা অণ্ড লিঙ্গ: অণ্ডকোষ লিঙ্গ ও জ্ঞানচর্চা

#subach

Leave a Comment

You cannot copy content of this page