ব্যাবহারিক না কি ব্যবহারিক: ব্যাবহারিক বনাম ব্যবহারিক

ড. মোহাম্মদ আমীন

ব্যাবহারিক না কি ব্যবহারিক: ব্যাবহারিক বনাম ব্যবহারিক

প্রসঙ্গ: ড. মোহাম্মদ আমীনের লেখা পাঞ্জেরী পাবলিকেশন্স লি. থেকে সদ্যপ্রকাশিত ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র গ্রন্থের ব্যাবহারিক বানান। ব্যবহারিক নয় কেন, কেন ব্যাবহারিক? বাংলা ব্যাকরণমতে, প্রারম্ভে ‘অ-কার’-যুক্ত কোনো শব্দের সঙ্গে ‘ইক-প্রত্যয়’ যুক্ত হলে সাধারণত ওই শব্দের

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

বানানের প্রথম বর্ণের ‘অ-কার’ পরিবর্তিত হয়ে ‘আ-কার’ হয়ে যায়। যেমন:

  • অর্থ+ইক= আর্থিক।
  • বর্ষ+ইক= বার্ষিক।
  • পরিশ্রম+ইক= পারিশ্রমিক।
  • নন্দন+ইক= নান্দনিক।
  • সময়+ইক= সাময়িক।
  • তেমনি, ব্যবহার+ইক= ব্যাবহারিক।

আগে ব্যবহারিক বানান প্রমিত ছিল, তৎসঙ্গে ব্যাবহারিক বানানও প্রমিত হিসেবে অভিধানে অন্তর্ভুক্ত ছিল। তবে, ‘ব্যবহারিক’ বানানটি অধিক প্রচলিত ছিল। কিন্তু, বাংলা একাডেমির সর্বশেষ অভিধান (প্রথম প্রকাশ: ২০১৬ খ্রিষ্টাব্দ) ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’ গ্রন্থে একমাত্র ব্যাবহারিক শব্দকে প্রমিত করা হয়েছে; ব্যবহারিক শব্দকে ওই অভিধানে স্থানই দেওয়া হয়নি। অতএব, বাংলা একাডেমি হতে প্রকাশিত সর্বশেষ অভিধানমতেে, এই প্রসঙ্গে একমাত্র প্রমিত বানান হলো, ব্যাবহারিক

উৎস: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।

#subach

Leave a Comment

You cannot copy content of this page